ফিলিস্তিনের স্মৃতি pdf বই ডাউনলোড। আমার ভাইয়েরা, গত মজলিসে আমরা ফিলিস্তিনের জিহাদ সম্পর্কে আলোচনা করেছি। বস্তুত আরবের যে-দেশটিতে নির্বিচারে হত্যা ও নিপীড়ন চালানো হয়েছে এবং হচ্ছে সেটা হলো ফিলিস্তিন। কোনো আরব মুসলমান বা পৃথিবীর অন্য কোনো মুসলমান এ-ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহিতা থেকে রক্ষা পাবেন না।
কারণ ফিলিস্তিনের ক্ষেত্রে মুসলমানেরা যথাযথ ভূমিকা পালন করেন নি বা করছেন না। কোনো মুসলমানের হাঁচির জবাব দেয়া ফরযে কেফায়া অথবা সুন্নতে কেফায়া। কেউ হাঁচি দিয়ে দোয়া পড়লে উপস্থিত কাউকে না কাউকে তার জবাব দিতে হবে। অন্যথায় সবাইকে গুনাহগার হতে হবে। সহিহুল বুখারির ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারি এবং সহিহু মুসলিম-এর ব্যাখ্যাগ্রন্থ শারহুন নাবাবিতে এ-ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। কারো আগ্রহ জাগলে দেখে নেবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
হাঁচির উত্তর দেয়ার বিধান সম্পর্কিত ব্যাখ্যা যেমন রয়েছে তেমনি এক মুসলমানের ওপর আরেক মুসলমানের কী হক তারও ব্যাখ্যা রয়েছে। পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলিম জাতি আক্রান্ত হয় এবং পীড়নের শিকার হয়, তাহলে তাদের উদ্ধার ও সহযোগিতায় গোটা মুসলিম জাতির এগিয়ে আসা ফরয। যদি কোনো দেশের মুসলমানেরা এগিয়ে আসে এবং আক্রান্ত দের উদ্ধারের জন্যে প্রচেষ্টা ব্যয় করে তাহলে হয়তো পাপ থেকে বাঁচা যাবে। অন্যথায় সব মুসলমানই গুনাহগার হবে।
দুঃখের কথা, ফিলিস্তিনিদের প্রতি কোনো মুসলিম রাষ্ট্রই সর্বাত্মকভাবে এগিয়ে আসে নি এবং যথাযথ ভূমিকা পালন করে নি। মুসলিম বিশ্ব যদি যথাযথ ভূমিকা পালন করতো তাহলে ১৯৬৭ সালের বিপর্যয় এড়ানো যেতো। ১৯৬৭ সালের বিপর্যয় এতোটাই ভয়াবহ ছিলো—আমি মনে করি না আধুনিক পৃথিবীর ইতিহাসে মানুষের জীবনে এ-ধরনের বিপর্যয় কখনো ঘটেছিলো।
১৯৬৭ সালের ৫ই জুন ইসরাইল পার্শ্ববর্তী দেশগুলোর ওপর অতর্কিত হামলা চালায়। মাত্র তিন ঘণ্টার হামলায় সে জর্ডান, মিসর, ইরাক ও সিরিয়ার আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাত্র তিন ঘণ্টায় ছোটো একটি রাষ্ট্রের হাতে তিনটি দেশের পরাজয় ঘটে। ইসরাইল—যার আয়তন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বিশ ভাগের একভাগও নয়, যার জনগোষ্ঠী পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর জনগোষ্ঠীর পনেরো ভাগের একভাগও নয় এবং যার সৈন্যসংখ্যা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সৈন্যসংখ্যার অর্ধেকও নয়—সেই ইসরাইলের হাতে।
১৬। ফিলিস্তিনের স্মৃতিতিনটি রাষ্ট্রের পরাজয় ঘটে। আরবদের কপালে এই কলঙ্কতিলক কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে । হামলার তিনদিনের মাথায় ইসরাইলি স্থলবাহিনী সুয়েজ এলাকা দখল করে নেয়। একই গতিতে তারা মিসর ফ্রন্টে গাজা ও সিনাই উপত্যকা, জর্ডান ফ্রন্টে পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর এবং সিরিয়া ফ্রন্টে গোলান মালভূমি দখল করে নেয় । হস্তান্তর ছাড়া গোলান মালভূমির পতনের কোনো সম্ভাবনাই ছিলো না।
নিচে ফিলিস্তিনের স্মৃতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 23 MB |
প্রকাশ সাল | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | শহিদ ড. আব্দুল্লাহ আযযাম রহ. |
বইয়ের অনুবাদকঃ | আব্দুস সাত্তার আইনী |