ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড। আমরা প্রায়শই বলে থাকি‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’। এই কথাটা যত সহজে আমরা বলি, আসলে এর বাস্তবতা অনেকটাই কঠিন। আমরা আমাদের শিশুদেরকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার জন্য কতটুকু চিন্তা করেছি? কয়টা পরিবারই বা আছে—তারা শিশুদেরকে আগামীর উপযোগী করে গড়ছে।
সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। সন্তানকে শিশুকাল থেকে পরিচর্যা করছে? খোঁজ করলে দেখা যাবে এমন পরিবারের সংখ্যা খুবই কম। আমরা আমাদের ক্ষেত- খামার বা গাছ-পালা যতটা গুরুত্বের সাথে পরিচরর্যা করি; আমাদের সন্তানদেরকে এর এক সিকিভাগও পরিচর্যা করি না। যার ফলে – সন্তান ছোট থেকেই অবহেলা আর অনাদরে বেড়ে উঠে। অভদ্রতার জীবন- যাপন করে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
মা-বাবার শূন্যতা অনুভব করে সন্তান যখন বড় হতে থাকে, তখন সৃষ্টি হয় পরস্পরের মাঝে দূরত্বের ফল্গুধারা। এরপর সন্তান যখন আরো বড় হতে থাকে, তখন মা-বাবা চায় সন্তানকে একটু কাছে পেতে । কিন্তু তাদের এই চেষ্টা এক পর্যায়ে দুঃস্বপ্নে পরিণত হয় । আর আমরা কিছু হলেই সন্তানকে দোষারোপ করি। তার ঘাড়ের উপর বদদু’আর বোঝা চাপিয়ে দেই।
এটা কি আদৌ আমাদের জন্য উচিত? আমরা সন্তানকে কতটুকু সময় দেই? কাজের ভীরে সন্তান প্রতিপালন হয়ে গেছে আমাদের কাছে একটি বোঝা।
আজ সমাজের চিত্রটা এমন হয়ে গেছে, অনেক বাবা তো সন্তানকে সময়ই দেয় না । আবার অনেক মা আছে যারা কর্মজীবি হওয়ায় সন্তানকে কাজের বুয়ার হাতে ন্যস্ত করে চলে যায়।
সুস্থ বিবেক দিয়ে একটু ভেবে দেখুন, এই সন্তানের ভবিষ্যত কী হবে? সে কার নিকট থেকে সু-শিক্ষা গ্রহণ করবে? এই সন্তানই তো একদিন মা- বাবার জন্য কাল হয়ে দাঁড়াবে। মা-বাবার গলায় ছুরি দিবে ।
সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তুলতে হলে—পিতা-মাতাকে যথেষ্ট সচেতন হতে হবে । তাকে সময় দিতে হবে। তাকে নিয়ে ভাবতে হবে। পিতা-মাতার সঙ্গ সন্তানের হৃদয়-ক্ষেতে পানি সিঞ্চনের কাজ করে। সুসন্তান গড়ার লক্ষ্যে ইসলামিক দিক-নির্দেশনাগুলো খুব গুরুত্ব দিয়ে অনুসরণ করতে হবে।
তার প্রত্যেহ অভ্যাসগুলোকে নববী আদর্শে রূপায়ন করতে হবে। আমাদের গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে:
‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।অর্থাৎ ছোটবেলা হলো শেখার সময়। বড় হয়ে গেলে হাজার চেষ্টা করলেও সাধারণত কোন লাভ হয় না ।
নিচে ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আয়ান প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.0 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | সাওযান বিনতে মুস্তফা বুখাইত |
বইয়ের অনুবাদকঃ | মারগুব ইরফান |