ফেরাউনের গুপ্তধন pdf বই ডাউনলোড। ১১৭৪ সালের প্রথম দিকের ঘটনা। কায়রো থেকে আঠারো মাইল দূরে এক জায়গায় এসে তিনটি উট দাঁড়িয়ে পড়ল । প্রত্যেক উটের ওপর একজন করে আরোহী, তাদের শরীর ও মুখ নেকাবে ঢাকা। একজন আরোহী পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। তারপর কাগজটির ভাঁজ খুলে গভীর মনযোগ দিয়ে দেখে সঙ্গীদের বললো, ‘এই সে জায়গা!’ সে সঙ্গীদের সামনে অগ্রসর হওয়ার ইশারা করে নিজেও এগিয়ে গেল।
ইঙ্গিত পাওয়া মাত্র সঙ্গীরাও তাদের উট সামনে বাড়ালো । সামনে দু’টি টিলা মুখোমুখি দেয়ালের মত দাঁড়িয়ে আছে। দুই টিলার মাঝখানে চিকন একটি রাস্তা। রাস্তাটি এতই সরু, একটি উট কোনরকমে যেতে পারে ওই পথে ! তিনজনই লাইন ধরে উটসহ ভেতরে প্রবেশ করল। ভেতরের অবস্থাও একই রকম। দু’পাশে সুউচ্চ দেয়াল । মনে হয়, কোন পাহাড়ি টিলা নয়, মানুষের তৈরী কোন শক্ত পাঁচিল । পাঁচিলটি অনেক দিনের পুরোনো এবং এখানে ওখানে ভাঙা। সেই ভাঙা দিয়ে তাকালে দেখা যায় সীমাহীন বালির সমুদ্র এবং পাহাড় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
অঞ্চলটি তিন-চার মাইলব্যাপী বিস্তৃত। টিলা এবং পাহাড়গুলো কোথাও লম্বা, কোথাও গোল। সর্বত্র ছোট বড় অসংখ্য টিলা ও পাহাড়ের ছড়াছড়ি। তার মাঝে অল্প কিছু সমতল উপত্যকা । টিলা ও পাহাড়ে দেবদারু গাছের মত কিছু খাঁড়া স্তম্ভ। স্তম্ভগুলো এত উঁচু এবং খাঁড়া যে, মনে হয়, কোথাও কোথাও তা হাজার ফিট উঠে গেছে।
সূর্য অস্ত যাওয়ার এখনো বেশ খানিক বাকী।
অথচ এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে এখানে। আঁধার ক্রমেই গ্রাস করছে এলাকাটি । স্তম্ভগুলো ভূতের আকৃতি নিতে শুরু করেছে । মনে হচ্ছে, অসংখ্য ভূত এখানে ওখানে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে ।
টিলার খাঁড়া পাড়গুলো দুর্গম। যেমন উঁচু তেমনি দেয়ালের মত একটানা খাঁড়া। মনে হয়, দিনের বেলায়ও কোথাও কোথাও সূর্যের আলো প্রবেশ করে না ।
এই ভূতুড়ে দুর্গম পাহাড়ি রাস্তায় অনেক দিন মানুষের পা পড়েনি। কোন কালে কেউ প্রবেশ করেছিল কিনা তাও ঠিক বুঝা যায় না । “মনে হয়, এর ভেতরে কখনও কেউ প্রবেশ করার দুঃসাহস করেনি।’ ঘাড় ফিরিয়ে সঙ্গীদের বলল ওদের দলনেতা ।কেন করবে! ভেতরে প্রবেশ করার কারো কোনদিন প্রয়োজন হলে তবে তো করবে? মরুভূমিতে যাত্রীদের শুধু পানির প্রয়োজন হয়। এমন শুকনো নিরস বালির পাহাড়, টিলা ও উপত্যকা, যেখানে দিনের আলোও ঠিক মত পড়ে না, সেখানে পানি খুঁজতে আসবে কোন পাগলে?’ এক সঙ্গী জবাব দিল নেতার প্রশ্নের
নিচে ফেরাউনের গুপ্তধন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রীতি প্রকাশন |
বইয়ের ধরণঃ | ক্রুসেড বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.50 MB |
প্রকাশ সাল | ১৯৯৭ সাল |
বইয়ের লেখকঃ | আসাদ বিন হাফিজ |
বইয়ের অনুবাদকঃ |