ফেরা ২ pdf বই ডাউনলোড । সত্য এবং মিথ্যার দ্বৈরথ পৃথিবীতে সার্বজনীন। এই দ্বন্ধ ও দৈরথের ভেতর দিয়ে আমাদের খুঁজে নিতে হয় পরম সত্যকে। ছুড়ে ফেলতে হয় মিথ্যের সকল মোহাচ্ছন্ন আবরণ। সত্যের চারপাশে ভিড় করে থাকে অসংখ্য অর্থহীন অসত্য। এই অসত্যের দেয়াল ভেদ করে সত্য পর্যন্ত যারাই পৌঁছাতে পেরেছে, তারাই হয়েছে সফলকাম।
জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ফুল ফোটে, বৃষ্টি নামে এবং নদী তার আপন পথে বাঁক নেয়। কিন্তু, ফেরে না কেবল মানুষ। অহংকার আর অহমিকার দহনে তার বুকের ভেতরে জিইয়ে রাখে পাহাড়সম আগুন। সেই আগুনে ঝলসে যায় সে নিজে এবং ঝলসে দিতে চায় তার চারপাশ। মানুষ বড়ই অকৃতজ্ঞ আর বেপরোয়া। সে তার অস্তিত্বের কার্যকারণ ডিঙিয়ে নিজেকে আমিত্বের আসনে দেখতে চায়।
নিজের ক্ষুদ্রাকৃতির প্রতি চূড়ান্ত ভাবলেশহীন হয়ে সে নিজেকে অনন্ত-অসীমে কল্পনা করে বসে। ফলে সে বিচ্যুত হয়। পদস্খলন ঘটে তার। যুগে যুগে যাদের ধ্বংসের পদধ্বনি আমরা শুনতে পাই, তাদের সকরের যেন একই গল্প, একই চিত্রনাট্য – ঔদ্ধত্য, অহংকার আর অনাচার। এক মাহসত্যকে পাশ কাটিয়ে নিজেকে নিয়ন্ত্রকের আসনে যখনই সে আসীন করতে গেছে, তখনই ধ্বংস অনিবার্য হয়ে নিপতিত হয়েছে তার ওপর।
তবু, কারও কারও গল্পটা অন্যরকম। তবু, কেউ কেউ ফিরে আসে। খুঁজে পায় পথ। খুঁজে নেয় অন্তিম অবসরের অনন্ত আবাসস্থল। ফিরে আসা এমন দুটো পবিত্র আত্মার যাপিত-জীবনের রং-তুলিতে নির্মিত আমাদের ফেরা-২।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরা দুই বোনের আলো pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
- জ্ঞানের সন্ধানে সত্য দর্শন pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- ধৈর্য হারাবেন না pdf বই ডাউনলোড
- যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
- ইসলাম সত্য দ্বীন pdf বই ডাউনলোড
নবিজী সাঃ এর মুখনিঃসৃত বাণী থেকেই আমরা বিশ্বাস করি, প্রতিটি মানবপ্রাণ অবিমিশ্র সত্যের ওপরই জন্মলাভ করে। পরম পবিত্র দ্বীনের ওরই ধরায় তাদের আগমন ঘটে। কিন্তু, সময়ের সকরুণ বাস্তবতায়, পরিবেশের প্রতিকূলতায়, প্রকৃতির প্রহসনে তারা ভিন্ন পথ এবং ভিন্ন মতের দিকে ধাবিত হয়।
বিশ্বাসের যে অমিয় পেয়ালা মুখে নিয়ে তারা নিজেদের অস্তিত্বের জানান দেয়, সেই পেয়ালা আস্তে আস্তে নানা রূপ আর নানা রং ধারণ করে। নতুন পথ এবং নতুন মতে সংমিশ্রণে তাতে এসে জাম হয় অসংখ্য নুড়ি পাথর, পলি-কাদা আর আবর্জনা।
সেই নুড়ি পাথরের স্তূপ মাড়িয়ে, পলি-কাঁদার সেই আস্তরণ সরিয়ে, আবর্জনার জঞ্জালকে পাশ কাটিয়ে সেই ধ্রুব সত্যকে আর উদ্ধার করা সম্ভবপর হয়ে ওঠে না। যে ধ্রুব সত্য তারা বহন করেছিল অস্তিত্বের সময় থেকে। তারা এক ঘোর অন্ধকারে ডুবে থাকে।
নিচে ফেরা ২ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 29.7 MB |
প্রকাশ সালঃ | 2020 |
বইয়ের লেখকঃ | বিনতু আদিল |
অনুবাদঃ | সাদিকা সুলতানা সাকী |