ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন pdf বই ডাউনলোড। যে সকল সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকে, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। যারা রাতে ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার সময় অজু অবস্থায় থাকে, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে এবং রাতে যখনই পার্শ্ব পরিবর্তন করে তখনই আল্লাহর সমীপে সে ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে।
ইমাম তারারানী র, ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ এরশাদ করেন- তোমাদের শরীরকে পবিত্র রাখ, আল্লাহ তায়ালা তোমাদেরকে পবিত্র করবেন। যে ব্যক্তি পবিত্রাবস্থায় অজু অবস্থায় রাত্রি যাপন করবে, অবশ্যই একজন ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আপনার জিজ্ঞাসা pdf বই ডাউনলোড
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- জ্বীন ও শয়তানের ইতিকথা pdf বই ডাউনলোড
রাতে যখনই সে পার্শ্ব পরিবর্তন করে তখনই আল্লাহর সমীপে সে তার জন্য ক্ষমা প্রার্থনা করত: বলে, হে আল্লাহ! আপনার এ বান্দাকে ক্ষমা করুন। কেননা সে পবিত্রাবস্থায় (অজু অবস্থায় ) ঘুমিয়েছে। (আত-তারগীব ওয়াত তারহীব, কিতাবুন নাওয়াফেল ১/৪০৮-৪০৯ সনদ জায়েদ)।
এছাড়াও এমন ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় তখনও সে ফেরেশতা তার জন্য আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করে। এ সম্পর্কে ইমাম ইবনে হিব্বান আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন- অর্থাৎ- যে ব্যক্তি পবিত্রাবস্থায় (অজু অবস্থায়) ঘুমায় তার সাথে একজন ফেরেশতো নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ! তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্রাবস্থায় ঘুমিয়েছিল। (আল ইহসান ফি তাকরিব সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮-৩২৯। শায়খ আলবানী এ হাদীসকে সহীহ বলেছেন। সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব ১/৩১৭, সহীহ হাদীস সিরিজ ৬ খন্ড, প্রথম-৮৯৯২)।
ইমাম ইবনে হিব্বান তার হাদীস গ্রন্থে এ হাদীসটি উল্লেখ করে পবিত্রাবস্থায় ঘুমানো ব্যক্তি জাগ্রত হলে ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা। নামক অধ্যায় বেধেছেন। (আল ইহসান ফি তাকরির সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮)। উল্লেখিত হাদীসদ্বয় থেকে পবিত্র অবস্থায় ঘুমানো ব্যক্তি সম্পর্কে দুটি বিষয় জানা যায়। যথা- ১- ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে থাকে।
আর ফেরেশতাদের সাথী হওয়াটা বড় সম্মান এবং আল্লাহ কর্তৃক মহা অনুগ্রহ পাওয়ার ব্যাপার। পবিত্রাবস্থায় গুমানো ব্যক্তির জন্য এ ব্যতীত যদি আর কোন ফযিলত না থাকে, তবুও এ আমলের মহত্বের ওপর এই এক ফযিলতই যথেষ্ঠ। ২। রাতে ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করার সময় ও ঘুম থেকে জাগ্রত হলে আল্লাহ কর্তৃক নিয়োজিত ফেরেশতা আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করে থাকে।
নিচে ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পিস পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | আমল |
বইয়ের সাইজঃ | 2.86 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | ড. ফজলে ইলাহী (মক্কী) |