ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত
ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড। বায়হাক্বী শোয়াবুল ঈমানে হযরত জাবের (রাদিআল্লাহু তায়ালা আনহু)- এর সুত্রে বর্ণনা করেন, হুযুর পুরনূর সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তায়ালা হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের সৃষ্টি করেন, তখন ফেরেস্তারা নিবেদন করেন, হে আল্লাহ! আপনি তাদেরঁ সৃষ্টি করেছেন।
তারা আহার করে, পান করে, স্ত্রী সহবাস করে এবং সওয়ার হয়। সুতরাং তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত প্রদান করুন। উত্তরে আল্লাহ তায়ালা ইরশাদ করেন- আমি তারঁ মত (আর কাউকে সৃষ্টি ) সৃষ্টি করবো না, যাকে নিজ কুদরতী হস্তে তৈরী করেছি এবং তাতে আমার রূহ ফুকেছি। তাকে যেভাবে আমি হতে বলেছি, সেভাবেই তৈরি হয়ে গেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন pdf বই ডাউনলোড
- ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
- তাবলীগ আমার কাজ pdf বই ডাউনলোড
- রূহে তাসাওউফ pdf বই ডাউনলোড
- কবরের বর্ণনা pdf বই ডাউনলোড
এ হাদীস থেকে বুঝা গেলো যে, ফেরেস্তা সৃষ্টি মানবের ন্যায় পর্যায়ক্রমে হয়নি যে, প্রথমে মাটির খমির অতঃপর আকৃতি, এরপর তাদের মধ্যে রুহ প্রদান করা হয়েছে। অথবা প্রথমে নুতফা (বীর্য) ছিল, অতঃপর রক্তপিন্ড অতঃপর মাংসপিন্ড, অতঃপর শরীরের অংশ ও অঙ্গ -প্রত্যঙ্গসমূহ, অতঃপর আকৃতি সৃষ্টি, এরপর রুহ প্রদান করা হয়েছে। বরং তাদের কুন (হয়ে যাও) শব্দ দ্বারা সৃষ্টি করা হয়েছে।
ফেরেশতাদের যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ!
অন্যত্র হুযুর আকসাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- অর্থাৎঃ ফেরেস্তা নুর থেকে, জ্বিন অগ্নিস্ফুলিঙ্গ এবং আদম তা থেকেই সৃষ্টি হয়েছে যা তোমাদের বলা হয়েছে। অর্থাৎ (কালো, সাদা, এবং লাল) মাটি থেকে ।
যেমন ইবনে সা‘দ হযরত আবু যর রাদিআল্লাহু তায়ালা অনহু -এর সুত্রে রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেওয়ায়েত করেন। এটা বর্ণনা করেন ইমাম আহমদ এবং মুসলিম হযরত উম্মুল মোমেনীন রাযিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
নিশ্চয়ই জান্নাতে একটি নহর আছে। যখন জিব্রাইল আলায়হিস সালাম এতে গিয়ে বাইরে এসে ডানা পরিস্কার করেন তখন তারাাঁ ডানা থেকে যতগুলো ফোটা ঝরে পড়ে আল্লাহ তায়ালা প্রত্যেক ফোটা থেকে একেকজন ফেরেস্তা সৃষ্টি করেন। অথচ হযরত জিব্রাঈল আলাইহিস সালাম -এর ছয়শ ডানা রয়েছে। যদি তিনি একটি ডানা বিছিয়ে দেয় তাহলে আসমানের উপরিভাগ ঢেকে যাবে।
নিচে ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রেযা একাডেমী বইয়ের ধরণঃ ফেরেশতা সৃষ্টির কথা বইয়ের সাইজঃ 3.44 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী র. অনুবাদঃ আবু সাঈদ মুহাম্মদ ইউসুফ জিলানীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ