বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ
বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ pdf বই ডাউনলোড। দেশ ভাগ; ভারত ভাগ; বাঙলা বাগ; বঙ্গভঙ্গ- এই সব শব্দ বিশেষ ব্যঞ্জনাসহ আমাদের ইতিহাসে হাকির করা হয়েছে। এখানে ভাগ বা ভঙ্গের ব্যাপারটি মধ্যে একটা দুঃখবোধ ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাপারটা বিশেষ মনস্তাত্বিক অবস্থা থেকে উদ্ভুত। মূলে ভারত একটি দেশ ছিল না। বাংলারও অখন্ড ভূগোল ছিল না।
ভারত কিংবা বাংলার ইতিহাস বরাবরই সীমানার পরিবর্তনশীলতার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। ইংরেজ আমলে ১৯০৫ সালের আগেই বাংলার রাজনৈতিক সীমানা তিন-তিন বার বদল হয়। তখন বিষয়টি নিছক প্রশাসনিক পরিবর্তন বলে মনে নেয়া হয়।
আরও দেখুনঃ রমযান মাসের ঐতিহাসিক ঘটনাবলী pdf বই ডাউনলোড
এরপর ১৯০৫ সালে ঢাকাকে রাজধারী করে পূর্ববাংলা ও আসাম প্রদেশ গঠন করা হয়। এটি ছিল বেঙ্গল প্রেসিডেন্সীতে ইংরেজ আমলের চতুর্থ বারের সীমানা পরিবর্তন। কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরােই এই পরিবর্তনকে ভঙ্গভঙ্গ নামে অভিহিত করেন। এই ভঙ্গ যেন-তেন ভঙ্গ নয়। তাদের চোখে এখানে বঙ্গ হলো মা-দুর্গা।
পদ্মা-মেঘনা ভাগিরথির পানি আরো গোলা করা হয়।
কলকাতার পাশাপাশি ঢাকা কেন্দ্রিক আরেকটি প্রদেশ গঠন মানে শুধু কলকাতা কেন্দ্রিক কায়েমী স্বার্থের স্বার্থভোগের ক্ষেত্রভূমির সংকোচন নয়, এটা হলো দুর্গা- মা-এর অঙ্গচ্ছেদ। কলকাতা কেন্দ্রিক প্রচন্দ শোরগোলের কারণে ঢাকা কেন্দ্রিক নতুন প্রদেশ বাতিল হয়। কিন্তু হিমালয় উপমহাদেশের রাজনীতিতে এর ফলে যে বিরাট ফাটল ও ভাঙন সৃষ্টি হয় তা আর জোড়া লাগেনি।
আরও দেখুনঃ বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা pdf বই ডাউনলোড
তার প্রতিক্রিয়া হয় সুদূর প্রসারী। এই সকল ঘটনার এবং যাবতীয় শোরগোলের কেন্দ্র-বিন্দুতে কলকাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কর্মচারী ও তাদের এদেশীয় কিছু সহযোগীর অংশীদার কারবারের ফসল আরসাত করে কংকাল থেকে হঠাৎ যে কলকাতার অবাক উত্থান ঘটে।
সেই কলকাতা এ এলাকার সকল কিছু একচ্ছত্রভাবে ভোগ-দখল ও নিয়ন্ত্রণে রাখতে চায়। ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলা প্রদেশ গঠনের বিরোধিতার এ ছিল আসল কারণ। তথাকথিত বঙ্গভঙ্গ রদের মধ্যে দিয়ে কলকাতা নিজের নাক কেটে ঢাকার অগ্রযাত্রা ঠেকানোর যে ঘটনা ঘন্টায়, রাজনীতির ইতিহাসে এমন অদ্ভুত নযির এর একটা আছে কি-না সন্দেহ।
আরও দেখুনঃ বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান pdf বই ডাউনলোড
ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় হবে। সেখানেও কলকাতা প্রতিপক্ষ হিসেবে দাড়িঁয়ে যায়। ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে কলকাতা কেন্দ্রিক কায়েমী স্বার্থবাদীরা তাদের ভবিষ্যত বিপদের কারণ হিসেবে বিবেচনা করে। তারা এর নাম দলি অভ্যন্তরীণ বঙ্গভঙ্গ।
নিচে বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কথা মেলা প্রকাশন বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 9.99 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ মোহাম্মাদ আব্দুল মান্নান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ