বঙ্গ ও আসামের পীর আউলিয়া কাহিনী pdf বই ডাউনলোড। গৌড়ের ইতিহাসে আছে, খ্রীষ্টীয় ত্রয়োদশ শতাব্দীতে (হিজরীর সপ্তম শতাব্দীতে) বার জন আউলিয়া বাঙ্গালার দক্ষিণ-পূর্ব্ব অঞ্চলে ইছলাম প্রচার করিতে আগমন করিয়াছিলেন, ইহাদের মধ্যে বখতিয়ার মেসুর স দ্বীপে বাস করেন, রোহিনী নামক স্থানে মোগল এই ফকিরের আস্তানা আছে। অবশিষ্ট অলিগণের নাম উহাতে লিখিত হয় নাই।
সৈয়দ আহমদ তারি তাহদের তৃতীয় একজন, পাণ্ডুয়া সংবাদ পত্রে এই হজরত ব্যতীত অবশিষ্ট ১৫ জন পীরের নাম উল্লিখিত হইয়াছিল। ইনি কোফর ধ্বংস করিতে করিতে পাণ্ডুয়া হইতে নওয়াখালীর সোনাপুর বাগের নিকট উপস্থিত হইলেন, তিনি খড়ম পায় দিয়া নদীর উপর চলিতেছিলেন, আর নদীচর হইয়া যাইতেছিল, একটা গ্রাম ও কয়েকটি গোলাকার পুষ্করিণী হইয়া গিয়াছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
কিছু স্থান চলিতে বাকি ছিল, এমতাবস্থায় একজন জেলের সহিত হজরতের সাক্ষাৎ হয়, তিনি জেলেকে ইহা কাহারও নিকট প্রকাশ করিতে নিষেধ করেন, সে নিজের স্ত্রীর নিকট ইহা প্রকাশ করিয়া মরিয়া যায়। তৎপরে তিনি সোনাপুরের নিকট অন্য স্থানে চলিতে লাগিলেন, জমি উচ্চ হইয়া যাইতেছি, উহার নাম রূপাপুর বাগ হইল। তৎপরে তিনি কাঞ্চনপুরে বাসস্থান স্থির করিলেন। ইহা প্রায় ৬৫০ বৎসর অতিত হইয়াছে।
মোবারক যস্টিখানা জমির উপর মারিলেন, ইহাতে জমির নীচে হইতে পানি প্রবাহিত হইল। হুজুর ওজু করিয়া নামাজ পড়িলেন, তাঁহার পুত্র মৌলবী শাহ্ আমানুল্লাহ ছাহেব ও মৌলবী শাহ ফয়জুল্লাহ সাহেব চিহ্ন রাখিবার জন্য ইহা বড় আকারে খনন করাইয়াছিলেন, উহা খোদাই পুষ্করিণী নামে বিখ্যাত হইয়াছে।
আমাদের বঙ্গদেশে তিনিই নারিকেল আনায়ন করিয়াছিলেন, তিনি যে দেশে গমন করেন নাই, তথায় নারিকেল কম হইয়া থাকে, যেরূপ কুমিল্লা, চট্টগ্রাম, শ্রীহট্ট, ঢাকা প্রভৃতি স্থানে নারিকেল কম হইয়া থাকে। কাঞ্চনপুরে লাল রঙের এক প্রকার নারিকেল বেশী পরিমাণ হইয়া থাকে, উহা মিরানি নারিকেল নামে অভিহিত হইয়া থাকে, এই নারিকেল অতি মিষ্ট ও সুস্বাদু হইয়া থাকে।
নিচে বঙ্গ ও আসামের পীর আউলিয়া কাহিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজ | 11.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ আবুবকর সিদ্দিকী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মোহম্মদ রুহুল আমিন |