বয়কট pdf বই ডাউনলোড। দীর্ঘ সময় ধরে মুসলিম উম্মাহ ভযংকর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনেতিক অস্থিরতা, দাঙ্গাহাঙ্গামা,যুদ্ধবিগ্রগ, দ্বন্বকলহ যেন পিছুই ছাড়ছে না মুসলিম দেশগুলোর । পশ্চিমারা সর্বশক্তি ব্যয় করে ইতিহাসের নৃশংস ও বর্বর সব হামলা চালিয়ে একর পর এক ধ্বংস করে চলেছে সাহাবায়ে কেরাম আর উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদের হাতে-গড়া সাজানো শহরগুলো ।
রক্ষা পাচ্ছে না মসজিদগুলোও । দেখা গেছে , খুনি আসাদ ও পুতিনের বোমার আঘাতে শাম বিজয়কারী খালেদ বিন ওয়ালিদ (রাদিয়াল্লাহু অনহু )এর কবর পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে । এ যেন ধারালো ছুরি দ্বারা আমাদের হৃদয়কে শত আঘাতে রক্তাক্ত করার নামান্তর ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অপারেটিং সিস্টেম কি? pdf বই ডাউনলোড
- নবীজীর নামাজ pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
অসভ্য কাঁটাতার বৃহৎ উম্মাহকে ছিন্নভিন্ন করে ছোট ছোট অংশে ভাগ করে রেখেছে । ভাগ করে রেখেছে । আমরা চাইলেই এখন নির্যাতিতদের সাহায্য করতে পারছি না । আমাদের হৃদয়ে তো উম্মাহর পাশে দাড়াঁতে চাইলে দেশপ্রেমের দোহাই দিয়ে আমাকে দমিয়ে দিয়ে বলা হবে -”তুমি তো বাঙালী” তোমার এতো কিসের প্রেম’। আসলেই আমরা এক অসভ্য ও বর্বর পৃথিবীতেবিাস করছি ।
হাদিসের শিক্ষা হলো, জালেম -মজলুম উভয়কে সাহায্য করা । এই অপারগ অবস্থায় আমরা হাদিসের এই শিক্ষাকে কীভাবে বাস্তবায়ন করতে পারি ,তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে ক্ষেত্রে বলবো, প্রথমে আমাদের কাফের – মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে । এটা কেবল অপারগ অবস্থার বিধান নয় ; বরং সর্বাবস্থায় একজন মুসলিমের এই বিধান মেনে চলতে সচেষ্ট থাকতে হবে। আল্লাহর ইরশাদ হলো – ‘হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো ’। (সুরা মুমতাহিনা:১)
এটা আমাদের আকিদার অংশ । এর সঙ্গে সঙ্গে আমাদের বাস্তব পদক্ষেপ নেওয়ার কথা ভুললে চলবে না । এই চরম অপারগ অবস্থাতেও কার্যকরী একটি পদক্ষেপ আমরা নিতে পারি, যা শত্রুদের জন্য যুদ্ধে পরাজয়ের চেয়ে কম কিছু না । তা হলো, অর্থনৈতিক বয়কট । হ্যাঁ , আমি সত্যি বলছি । শত্রুরা একে ভাগের মতই ভয় পেয়ে থাকে ।
নিচে বয়কট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.28 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. রাগিব সারজানী |
অনুবাদকঃ | ইফতিখার আহমাদ ইমন |