বাংলাদেশে ইসলাম
বাংলাদেশে ইসলাম pdf বই ডাউনলোড। বাংলাদেশে ইসলামের ইতিহাস রচনা করার গুরুত্ব কয়েকটি দিক থেকেই উপলব্ধি করা যায় । এক, একই দেশে একই ভাষাভাষী এত বিপুল সংখ্যক মুসলমান দুনিয়ার আর কোথাও নেই। কাজেই ইসলাম এ দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুই, মুসলমানরা অতীতে এই সমগ্র এলাকায় সাড়ে ছয়শ বছর রাজত্ব করেছে।
যার ফলশ্রুতিতে আজ এ দেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছে। কাজেই এ দেশের সমাজ, সংস্কৃতি, সাহিত্য,লোকাচার ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামের যে প্রভাব পড়েছে তার সঠিক চিত্রাঙ্কনের জন্য ইতিহাস রচনার প্রয়োজন। তিন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান।
আরও দেখুনঃ ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
যার ফলে এ এলাকার আরো দুটি মুসলিম অধ্যুসিত দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে মিলে বাংলাদেশ সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামের প্রচার ও প্রসারে বলিষ্ঠ ভুমিকা পালন করতে পারে। এ জন্য নিজেদের অতীত ইতিহাস থেকে শক্তির সঞ্চয় করা প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বাংলাদেশে ইসলামও মুসলমানদের এ গুরুত্ব একটি স্বীকৃত সত্য । তাই বাংলার বিভিন্ন খ্যাতনামা লেখক ও ঐতিহাসিক এ ব্যাপারে এগিয়ে এসেছেন। তারাঁ বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস এবং বাংলার মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ওপর মূল্যবান গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন।
এগুলোর মধ্যে মাওলানা মোহাম্মদ আকরম খাঁর মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস; চৌধুরী শামসুর রহমানের পূর্ব পাকিস্তানে ইসলামের আলো এবং ডক্টর আবুদল করীমের সোশ্যাল এন্ড কালচার্যাল হিষ্ট্রি অব বেঙ্গল উল্লেখযোগ্য। এ গ্রন্থগুলো এবং এ ধরণের আরো বিভিন্ন গ্রন্থর মধ্যে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের উপর বেশ কিছু আলোচনা রয়েছে।
আরও দেখুনঃ বাংলাদেশে ইসলামের আগমন pdf বই ডাউনলোড
ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম -এও মুসলমানদের পূর্ণাঙ্গ ইতিহাস রচনার ক্ষেত্রে এ বইগুলো যথেষ্ট গুরুত্বের দাবী রাখে।এ প্রসঙ্গে আর একটি বিষয়ও আলোচনাসাপেক্ষ । তা হচ্ছে, ইসলামের ইতিহাস আর মুসলমানদের ইতিহাস বসলে এক কথা নয়।
নিচে বাংলাদেশে ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফাবা বইয়ের ধরণঃ বাংলাদেশ ইসলাম বইয়ের সাইজঃ 31.2 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ আবদুল মান্নান তালিব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ