বাতিনী এলম ফরজ সম্বন্ধে অকাট্ট প্রমাণ pdf বই ডাউনলোড। গাছ-গাছড়া, ফল-মূল হইতে আরম্ভ করিয়া প্রত্যেক জীবজন্তুর দুইটি দিক আছে—একটি জাহির, যাহ৷ বাহ্যিক দৃষ্ট হয়, আর একটি বাতিন, যাহা বাহ্যিক দৃষ্ট হয় না ৷ তদ্রুপ দ্বীনের এলম্ও দুই প্রকার হয়—জাহির ও রাতিন । জাহির এলমের সম্বন্ধ বাহ্যিক শরীরের সহিত হয়।
যথা—জু, গোসল, পাক, নাপাক, নামাজ, রোজা, হজ্ব ইত্যাদি, আর বাতিনী এলমের সম্বন্ধ অন্তর্নিহিত কার্যকলাপের সহিত হয়, যথা—সৎ স্বভাবের মধ্যে ধৈর্যা, কৃতজ্ঞ, তাওয়াক্কুল, { খোদার প্রতি নির্ভর ) রিজা, ( খোদাপাকের কার্যো রাজী থাকা ) ইত্যাদি ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
এবং অন্তরে ঐরূপ ভাবের উদয় হওয়া । আর অসৎ স্বভাবের মধ্যে যথা : কৃপনতা, অহঙ্কার, হিংসা, নামের জন্য কার্য্য করা ইত্যাদি এবং অন্তরে ঐরূপ ভাবের উদয় হওয়া । হাদীস ও কোরআন দৃষ্টান্তে যেমন বাতিনী সৎ স্বভাবগুলিকে আরতে আনা ফরজ, তদ্রুপ বাতিনী অসৎ স্বভাবগুলি ত্যাগ করাও ফরজ।
এহেতু বলা হয় বাতিনী এম ফরজ। তবে এইরূপ এম অর্জ্জন করিতে হইলে কেবল কিতাব পড়িলে হয় না, উহার জন্য অন্য প্রকার সাধ্য সাধনার প্রয়োজন, যাহা পরে বর্ণিত হইবে । এবার আমি বাতিনী বিষয়বস্তুর অস্তিত্ব কোরআন ও হাদীস পাক হইতে প্রমাণ দিতেছি ।
কোরআন সুরা কাহাফে আছে :—
لدنا علما من علمناه
“আমি তাহাকে ( খিজিরকে ) নিজের নিকট হইতে রহমত ( দয়া ) প্রদান করিয়াছিলাম এবং আমি নিজের নিকট হইতে তাহাকে এম শিক্ষা দিয়াছিলাম।”
তফসীরে রুহুল বায়ান ২য় খণ্ড ৪৯৯ পৃষ্ঠা :–علمناهمن خاصا هو علم الغيب و الاخبار لدنا علما –
تنها باذنه تعالى على ما ذهب اليه ابن عباس رضی الله عنه
و علم الباطن الخ – খাস করিয়া আল্লাহ তায়ালা হজরত খিজির (আঃ) কে যে, এলমে অনুমতিতে উহা সংবাদ দেওয়া, ইহা হজরত এবনে আব্বাসের (রাঃ) মতে গুপ্ত তত্বের জ্ঞান (“এমে বাতিনী ) ।
বাহারুল উলুমে বর্ণিত আছে : যদিও সমস্ত এলন খোদার নিকট হইতে হয়, কিন্তু উহার কতক এলম মানুষের দ্বারা শিক্ষা করা হয়, উহাকে এলমে লাদুন্নী বলা হয় না;, বরং যাহা বিনা শিক্ষক ও বিনা বাহ্য নিরুপিত উপায়ে খোদাতালা কর্তৃক মানুষের অন্তঃকরণে ‘ নিক্ষিপ্ত হয়, উহাকেই এলমে লাদুন্নী বলে ।
নিচে বাতিনী এলম ফরজ সম্বন্ধে অকাট্ট প্রমাণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজ | 14.00 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলোনা আব্দুস সালাম সাহেব (এম,এম) |
বইয়ের অনুবাদকঃ |