বান্দার ডাকে আল্লাহর সাড়া pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহর । আমরা তারঁ প্রশংসা করি, তাঁর কাছেই সাহায্য চাই। আমাদের ব্যক্তিসত্তার অনিষ্ট ও আমাদের মন্দ কর্মকান্ডের বিপরীতে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি যাকে পথ দেখান, তাকে কেউ পথ ভুলিয়ে দিতে পারে না; আর তিনি যাকে পথ ভুলিয়ে দেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি- আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই; আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাঃ তারঁ বান্দা ও রাসূল।
আল্লাহর স্মরণের মহত্ত্ব; মহান কুরআনের বাণী আল্লাহ তাআলা বলেন;- অর্থা- আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। (সূরা আল-আনকাবূত ২৯;৪৫)
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণে রাখব, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার অবাধ্য হয়ো না। (সূরা আল বাকারাহ ২;১৫২)
যেসব পুরুষ ও নারী আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি করে রেখেছেন। (সূরা আল-আহযাব ৩৩;৩৫)
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাহসী মানুষের গল্প ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- ইস্তিসহাদি pdf বই ডাউনলোড
- আল্লাহর হক বান্দার হক pdf বই ডাউনলোড
- আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন pdf বই ডাউনলোড
- বান্দার হক pdf বই ডাউনলোড
পৃথিবী ও মহাকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া-আসার মধ্যে যেসব বুদ্ধিমানের জন্য রয়েছে বহুতর নিদর্শন, যারা উঠতে, বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবঙ মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে। তারা আপনা আপনি বলে ওঠে; হে আমার প্রভু! এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করোনি। [বাজে ও নিরর্থক কাজ করা থেকে] তুমি পাক-পবিত্র ও মুক্ত; তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাচাঁও! (সূরা আল ইমরান ৩:১৯০-১৯১)।
ওহে যারা ঈমান এনেছ, তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে। (সূরা আল-মুনাফিকুন ৬৩;৯) ।
যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না। তারা সেদিনকে ভয় করতে থাকে, যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে। (সুরা আন-নূর ২৪;৩৭) আরও পড়তে চাইলে জ্ঞান অর্জন করতে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে বান্দার ডাকে আল্লাহর সাড়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল বায়ান |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 45.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ ড.সাঈদ ইবনু আলি কাহতানি |
অনুবাদকঃ | শাইখ জিয়াউর রহমান মুন্সী |