বাহাস মুনাজারার ফলাফল pdf বই ডাউনলোড। ফিৎনা ফাসাদের যুগে ঈমান আক্বীদা নিয়ে টিকে থাকা বড়-ই মুশকিল | ব্যাপার হয়ে পড়েছে। বাতিল ফেরকার (দলের) ব্যাপক তৎপরতার ফলে মানুষ | দিশেহারা হয়ে পড়েছে। দিন দিন মুসলিমদের মধ্যে ভেদাভেদ বৃদ্ধি পাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় নানা মতাদর্শ জনিত বিবাদ-বিসম্বাদ লেগেই আছে। মাঝে মধ্যে কোন কোন মহল থেকে এ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একই পতাকা তলে জমায়েত হবার জন্য আহ্বান জানানো হচ্ছে।
কিন্তু দুঃখের বিষয় যে, কেউ এ সব দল-উপদলের ভেদাভেদের মূল কারণগুলো চিহ্নিত করেনা। আবার কেউ এ গুলোকে নিছক মামুলী ব্যাপার বলে উড়িয়ে দেন। যার ফলে এ পর্যন্ত এর কোন সঠিক সুরাহা হচ্ছে না ।
আক্বিদা হচ্ছে ধর্মের মূল ভিত্তি। আক্বিদার ব্যাপারে আপোষের কোন প্রশ্ন । ই আসেনা। সঠিক আক্বিদা গ্রহণ করার আর বাতিল আক্বিদা পরিহার করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আমলের ক্ষেত্রে অবহেলা করলে পাপ হবে। কিন্তু ঈমান- -আক্বিদার ব্যাপারে ভিন্ন মত পোষন করলে ঈমান হারা হতে হয়। তাই ঈমান-আক্বিদা- বিশুদ্ধ করার প্রয়োজনীয়তা সর্বাধিক। প্রায় পনের শত বছর গত হল পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম পৃথিবীর বুকে এসেছে। এর মধ্যে অনেক বিপদাপদের মুকাবিলা করতে হয়েছে এ ধর্মকে। হুজুর আলাইহিস্ সালামের সু- শোভীত এ উদ্যানের উপর দিয়ে অনেক প্রলয়ংকারী ঝড় তুফান বয়ে গেছে।
কিন্তু আল্লাহ তায়ালার লাখো শুকরিয়া যে, এ বাগান পূর্ববৎ স্বজীব ও প্রাণবন্ত রয়েছে। ইসলাম রবি বার বার কালো মেঘে আচ্ছাদিত হয়েছে। কিন্তু এ সূর্য্য পূর্ববৎ আলোক উজ্জ্বল ও উদ্ভাসিত থেকেই গেছে। উজ্জ্বল থাকবে না বা কেন ? আল্লাহ তায়ালা স্বয়ং এ ধর্মের হিফাজতকারী।
এ সমস্ত ফেত্নার মধ্যে নাজদী-ওহাবী ফেৎনা ছিল সর্বাধিক বিপদজনক। এ ফেৎনার আবিস্কারক মহম্মদ বিন আব্দুল ওহাব নাজদী ব্যাবিলনের সংলগ্ন “নজদ” নামক আরবের এক অংশে দ্বাদশ হিজরী শতাব্দীতে জন্ম গ্রহণ করে। (ফারহাঙ্গে রব্বানী অভিধানটি দ্রষ্টব্য) যে জায়গাটির জন্য সাহাবায়ে কেরামের বার বার অনুরোধ করা সত্ত্বেও হুজুর আলাইহিস্ সালাম দোওয়া করেননি।
বরং এই বলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মাৎকে হুশিয়ার ও সকর্ত করে দিয়েছেন যে, ওখানেই ইসলামের ভীতকে নাড়া দানকারী ভূমিকম্প ও ফেত্না আরম্ভ হবে এবং ওখানেই শয়তানী দলের আবির্ভাব ঘটবে। “আল হাদিস মিশকাত শরীফ” এ থেকে বোঝা গেল যে, হুজুর আলাইহিস্ সালামের পবিত্র নজরে পথভ্রষ্ট ও ঈমান নষ্ট করার দিক থেকে দাজ্জালের ফেত্নার পরে পরেই নাজদী – ওহাবী ফেত্নার স্থান ছিল। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর আলাইহিস্ সালাম বলেছেন যে, আমার -উম্মতের মধ্যে ৭৩টি দল হবে।
নিচে বাহাস মুনাজারার ফলাফল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14.25 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |