বিজয়ী কাফেলা pdf বই ডাউনলোড। আমার কাছে এক বন্ধু এলো। তার চোখে-চেহারায় ছোপ ছোপ বিস্ময়। বুকবিদ্ধ বিষণ্ণতা তাকে এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে। যন্ত্রণায় সে স্থির হয়ে দাঁড়াতে পারছে না। হেলে-দুলে পড়ি-মরি করছে। কেন? বৈরুতের নির্মম হত্যাযজ্ঞ তাকে নির্বাক করে দিয়েছে, অস্থির করে তুলেছে। সবরা ও সাতিলায় হাজারো মুসলিম লাশ হয়েছে, রক্তগঙ্গা বয়ে গেছে। নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধদের হত্যা করা হয়েছে নির্ভয়ে, নির্লজ্জভাবে।
গুঁড়িয়ে দিয়েছে ঘর-বাড়ি। নির্মমভাবে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের শেষ আশ্রয়টুকুও !
আরবরা কোথায় তাহলে? আরবরা তো বটেই সমগ্র মুসলিম বিশ্ব নীরব, নিশ্চুপ। যেন কবরের নিস্তব্ধতা নেমে এসেছে তাদের মাঝে। কোথাও কোনো রা শব্দটি নেই। নেই কোনো হৃৎকম্পন, প্রাণের তড়পানি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আর সভ্য পৃথিবী নির্বাক তাকিয়ে ছিল শুধু। না দিয়েছে কাউকে আশ্রয়, না কোনো আশ্রিতকে সরিয়েছে! ‘আচ্ছা এসব কি তুমি দেখনি? শোনোনি? আমি জবাব দিই— ‘শুনেছি তো, কেন শুনব না? এই নির্মম গণহত্যা দেখে দেখেই তো কোনোরকম বেঁচে-বর্তে আছি। হৃদয় ফেটে যায়। শিরা-উপশিরা কেঁপে ওঠে, রক্ত লাফিয়ে ওঠে। আরবদের পরাজয় আর মুসলমানদের অক্ষমতা দেখতে দেখতে মন বিষিয়ে ওঠে।’
তার আগেও মুসলিম দেশগুলোতে যুদ্ধের দামামা বেজেছে। হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত শহর বিরান হয়েছে। শহরের বাসিন্দাদের লাশের মিছিল গিয়েছে। মসজিদ গুঁড়িয়ে হয়েছে। নামাজরত মুসল্লিদের বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। মুসলিম মা-বোনের ইজ্জত ভূলুণ্ঠিত হয়েছে। আক্রহীন হয়েছে হাজারো মুসলিম রমণী। কিন্তু কোথাও কোনো প্রতিবাদ নেই ।
নেই কোনো প্রতিউত্তর। কি আরব কি মুসলিম, কি প্রাচ্যে কি পাশ্চাত্যে সবাই নীরব, নির্বিকার। অত্যাচারী নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাওয়ার কেউ নেই। বুক চেতিয়ে সামনে এসে দাঁড়ানোর মতো কোনো মর্দে মুমিন নেই। হুংকারে হুংকারে কাঁপিয়ে তোলার মতো ব্যাঘ্রব্যক্তিটি আজ কোথায়? দুর্বল ও নিপীড়িতদের পাশে এসে দাঁড়ানোর মতো সাহসী কোনো মুসলিম কি নেই? সর্বত্র অদ্ভুত কবরের নীরবতা।
রাতের গভীর নিস্তব্ধতা চেপে বসেছে পুরো মুসলিম বিশ্বজুড়ে। চারদিকে নিঃসীম শূন্যতা। কোথাও কেউ নেই!
তবে মাঝে মাঝে তাদের আওয়াজ শুনতে পাবে। তাদের বিকট চিৎকার তোমার কান ঝালাপালা করে তুলবে। সেই চিৎকার কোনো শত্রুর বিরুদ্ধে নয়; নিজেদের বিরুদ্ধেই। নিজেরই আপন ভাইয়ের বিরুদ্ধে গর্জে উঠছে তাদের ভোঁতা হাতিয়ার!
নিচে বিজয়ী কাফেলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গার্ডিয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজ | 10 MB |
প্রকাশ সালঃ | ২০২০ সাল |
বইয়ের লেখকঃ | ইউসুফ আল কারজাভী |
বইয়ের অনুবাদকঃ | ফারুক আজম |