বিজ্ঞানময় কুরআন
বিজ্ঞানময় কুরআন pdf বই ডাউনলোড। বিজ্ঞানময় গ্রন্থ হলো আল কোরআন। বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান যা ব্যাপক গবেষণা ও পরীক্ষা -নিরীক্ষার মাধ্যমে অর্জিত হয়। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে বিশেষ জ্ঞান কেন সকল জ্ঞানের সার নির্যাস এতে সঞ্চিত রয়েছে। তাই কোরআন গবেষকদের গবেষনায় ধরা পড়েছে পবিত্র কোরআন একটি পরিপূর্ণ -পূর্ণাঙ্গ গ্রন্থ যা বিজ্ঞানের অনেক উর্ধ্বে ঐশী জ্ঞান (Divine Knowledge)ব্যতীত আর কিছু নয়।
কোরআনের বৈজ্ঞানিক নির্দেশনা সমুহের (indications) অনুসন্ধান করতে গিয়ে কেউ হয়তো দূরদৃষ্টির অভাবে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে ব্যর্থ হতে পারেন। কিন্তু তার অর্থ এ নয় যে, কোরআনে বিজ্ঞান সম্পর্কিত নির্দেশনায় কোনরূপ অসঙ্গতি আছে । আমি প্রথম দিকে কোরআন পাঠ করে চিন্তা করতাম মানব রচিত বিজ্ঞান গ্রন্থগুলো যেভাবে সুত্রের সাহায্যে সাজিয়ে রচনা করা হয়েছে।
আরও দেখুনঃ বাংলা ইংরেজী আরবী অভিধান pdf বই
কোরআনিক আয়াত গুলোতে বৈজ্ঞানিক তত্ত্ব সমূহের একটি প্রচ্ছন্ন প্রকাশ থাকা সত্ত্বেও ঐসব তত্ত্বের বিন্যাস অবয়ন কেন সজ্জিতভাবে উপস্থাপিত হয়নি। কিছুদিন পর ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে ওঠলো। সময়ের প্রবাহে বিজ্ঞানের অনেক সাজানো তত্ত্ব পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল কোরআনে এরূপ সাজানো তত্ত্বের প্রকাশ ঘটলে তারঁ ঐশী বৈশিষ্ট্য সন্দেহযুক্ত হয়ে পড়তো। মানুষ মনে করতো বাইবেলের মত কোরআনেও যুগে যুগে মানুষের কলমের আচড় পড়েছে (যদিও তা একেবারে অসম্ভব)।
তাই কোরআন তারঁ অভিরাম ঐশী ভাষায় জ্ঞান-বিজ্ঞান উপস্থাপন করেছে। যেমন, সৃষ্টিতত্ত্ব বিজ্ঞানের (cosmology) Big Bang theory বর্ণনা করা হয়েছে এভাবে “অবিশ্বাসীরা কি পর্যবেক্ষণ করে দেখে না নভোমন্ডল এবং ভূ-মন্ডল একটি বস্তুর মত পরস্পর সংযুক্ত ছিল? আমরা তা বিচ্ছিন্ন করে দিয়েছি।” [আম্বিয়া-৩০]
আরও দেখুনঃ কুরআনে বিজ্ঞান pdf বই
জ্যোতির্বিজ্ঞানের Solar Apex তত্ত্বটি বর্ণনা করা হয়েছে, The Sun is moving towards the goal prescribed fot it”,[ইয়াছিন-৩৮] পৃথিবীর মাধ্যাকর্ষন তত্ত্বটি যেভাবে বিবৃত হয়েছে, Have We not made the earth an attractor for the living and the dead? [মুরসালাত:২৫-২৬]
নিচে বিজ্ঞানময় কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঢাকা বুক কর্ণার বইয়ের ধরণঃ বিজ্ঞান ও কুরআন বইয়ের সাইজঃ 16.7 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ আবু তালেব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ