বিদআত পরিচিতির মূলনীতি pdf বই ডাউনলোড। বিদআত শব্দটি আরবী (আল-বিদআ) শব্দ থেকে গৃহীত হয়েছে। এর অর্থ হল পূর্বের কোন দৃষ্টান্ত ও নমুনা ছাড়াই কোন কিছু সৃষ্টি ও উদ্ভাবন করা। যেমন আল্লাহ বলেছেন, অর্থাৎ- পূর্বের কোন নমুনা ব্যতীত আল্লাহ তায়ালা আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। (সূরা বাক্বারাঃ ১১৭)।
তিনি আরো বলেন, অর্থাৎ- হে নবী! আপনি বলে দিন, আমি প্রথম রাসূল নই। (সূরা আহক্বাফঃ ৯) অর্থাৎ মানুষের জন্য আল্লাহর পক্ষ হতে আমিই প্রথম রেসালাতের দায়িত্ব নিয়ে আসিনি বরং আমার পূর্বে আরো অনেক রাসূল আগমন করেছেন। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় দ্বীনের মধ্যে এমন বিষয় তৈরী করা, যা রাসূলুল্লাহ সাঃ- ও খোলাফায়ে রাশেদার যুগে ছিলনা বরং পরবর্তীতে উদ্ভাবন করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাওহিদের মূলনীতি প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- বিদআত থেকে সাবধান pdf বই ডাউনলোড
- তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস বর্জনের মূলনীতি pdf বই ডাউনলোড
- ইবাদতের নামে প্রচলিত বিদআত সমূহ pdf বই ডাউনলোড
দ্বীনের ব্যাপারে বিদআতের প্রকারভেদঃ দ্বীনের মধ্যে বিদআত দুপ্রকার। (১) বিশ্বাসের ক্ষেত্রে বিদআত এবং (২) আমলের ক্ষেত্রে বিদআত। বিশ্বাসের ভিতরে বিদআত যেমন:- যাহমীয়া, মু’তাযেলা, রাফেযী এবং অন্যান্য সকল বাতিল ফির্কার আকীদা সমূহ। আর আমলের ক্ষেত্রে বিদআত।
যেমন আল্লাহ আদেশ দেন নি, এমন বিষয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করা। এটা আবার কয়েক প্রকার হয়ে থাকে। যেমন:- (১) নতুন কোন ইবাদত আবিস্কার করা, (২) শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, (৩) শরীয়ত সম্মত ইবাদত বিদআতী নিয়মে পালন করা এবং (৪) শরীয়ত সম্মত ইবাদতকে সময়ের সাথে সংশ্লিষ্ট করা, যা শরীয়তে নির্ধারিত নয়।
বিদআতের প্রকারভেদঃ বিদআত প্রথমত- দুই প্রকার: (১) পার্থিব বিষয়ে বিদআত এবং (২) দ্বীনের ক্ষেত্রে বিদআত। পার্থিব বিষয়ে বিদআতের অপর নাম নতুন আবিস্কৃত বিষয়। এ প্রকার বিদআত বৈধ। কেননা দুনিয়ার সাথে সম্পর্কশীল সকল বিষয়ের ব্যাপারে মূলনীতি হল তা বৈধ। তবে শর্ত হল তাতে শরঈ কোন নিষেধ না থাকা
। দ্বীনের ক্ষেত্রে বিদআত তথা নতুন কিছু উদ্ভাবন করা হারাম। কারণ দ্বীনের ব্যপারে মূলনীতি হল তা অহীর উপর নির্ভরশীল। অর্থাৎ দ্বীনের সমস্ত বিধান কুরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। রাসূল সাঃ বলেছেন, অর্থাৎ- যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন বিষয় তৈরী করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। তিনি আরও বলেন, অর্থাৎ- যে ব্যক্তি এমন কোন আমল করবে, যে বিষয়ে আমাদের অনুমোদন নেই, তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে।
নিচে বিদআত পরিচিতির মূলনীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিদআত পরিচিতি |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০১২ |
বইয়ের লেখকঃ | ডাঃ মোহাম্মাদ মানজুরে ইলাহী |