বিবাহের খুতবা আরবীতে pdf বই ডাউনলোড| বিবাহ এর সংজ্ঞা কি তা আমাদের জন্য জানা অপরিহার্য্য। বিবাহ করা রাসূল সাঃ এর সুন্নাত। আমি আপনাদের বিবাহের খুতবা খুঁজে পাওয়ার যেই আকাঙ্খা ছিল তার জন্যই আজকে আমার এই ব্লগ। লেখাগুলি আমি আমার পরিচিত একজন আলেম, মাওলানা সাইফুল্লাহ থেকে সংকলন করেছি।
বিবাহের সংজ্ঞা কি?
- نكح“নিকাহ” শব্দটি মাসদার বা মূলধাতু এর আভিধানিক অর্থ।
- ইমাম ফাররা রহঃ এর মতে সহবাস করা
- ইবনে হাজ্জার আসকালানী রহঃ এর মতে মিলানো বা সংযুক্ত করা।
- কারো কারো মতে বন্ধন।
- কারো কারো মতে এর অর্থ হলো একত্রিত করা।
- আর একদলের মতে ভালো সঙ্গ বিচারের জ্ঞান।
- তাহলে বুঝা গেল নিকাহ এর প্রকৃত অর্থ! আবার নিকাহ এর অর্থ কি এ ব্যাপারে ইমামদেও মাঝে মতভেদ আছে।
- ইমাম আবু হানিফা রহঃ এর মতে নিকাহ শব্দের হাকিকী তথা আসল অর্থ হলো সহবাস করা এবং রূপক অর্থ হলো বন্ধন।
- পারিভাষিক সংজ্ঞাঃ যৌনাঙ্গ উপভোগ করার উদ্দেশ্যে পুরুষ ও নারীর মধ্যে সংঘঠিত বৈধ বন্ধনকে বিবাহ বা নিকাহ বলে।
আরও দেখুনঃ বাসর রাতের আদর্শ
সুন্নাত তরীকায় বিবাহঃ
মোটকথা, আমরা উপরের আলোচনার ভিত্তিতে সুন্নাত তরীকায় বিবাহ করার জন্য এভাবে বলি –
- পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দীনদ্বারিত্ব প্রাধান্য দেওয়া।
- মোহরানা পাত্রের সাধ্যের মধ্যে রাখা।
- বিবাহ মসজিদে হওয়া।
- পাত্র-পাত্রী যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা।
- পাত্রের পক্ষ থেকে বিবাহ পরবর্তীতে ওলীমার ব্যবস্থা করা। কণের পক্ষ থেকে নয়।
- বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর ছেলে পারলে ভালো, অন্যথায় যিনি পড়বেন তিনি সংক্ষিপ্ত আকারে একটি খুতবা পড়তে পারেন। বিবাহের সময় খুতবা পাঠ করা রাসূল সাঃ এর সুন্নাত।
আরও দেখুনঃ বুখারী শরীফ ৯ম খন্ড pdf বই
নিচে বিবাহের খুতবা আরবীতে দেওয়া হলো
اَلْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغفِرُهُ ، وَنَعُوْذُ بِلَّاِهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّآتِ اَعْماَلِناَ مَنْ يَّهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ .
অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আল্লাহ তায়ালার জন্য আমরা তারই প্রশংসা করি। তাহারই কাছে সাহায্য প্রার্থনা করি। এবং তাঁহার দরবারে ক্ষমা চাই। আর আমরা আমাদেও প্রবৃত্তির কুচক্র হইতে ও যাবতীয় মন্দ কাজের কুফল হইতে আল্লাহ তা’আলার দরবারে আশ্রয় প্রার্থনা করি। যাহাকে আল্লাহ পাক হেদায়েত করেন, তাহাকে কেহ গোমরাহ্ বা পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাহাকে সুপথ না দেখান তাহাকে কেউ হেদায়েত করিতে পারেন না।
، وَأَشهَدُ أَنْ لَّا إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ؛
অর্থঃ আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতিত আর কোন মা’বুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল।
নিচে বিবাহের খুতবা আরবীতে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ Goonok Online বইয়ের ধরণঃ বিবাহ বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০২০ ইং বইয়ের লেখকঃ মাওলানা সাইফুল্লাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ