বিবাহের মাসায়েল
বিবাহের মাসায়েল pdf বই ডাউনলোড। ইসলামে বিয়ে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ের মাধ্যমে বর-কনের নবজীবন শুরু হয়, এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে কল্পনাতীত অন্তরঙ্গতা সৃষ্টি হয়। পরিবার ও বংশধারা বিস্তার লাভ করে, কিন্তু অনেকেই বিয়েকে একটি গতানুগতিক বিষয় হিসেবে দেখে থাকে। আবার পৃথিবীর এ উন্নতির যুগে এসে বিয়ের সাথে যোগ হয়েছে যৌতুকের টান পোড়ন।
অথচ, ইসলাম বিয়েকে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপে চিহ্নিত করেছে। এবং এক্ষেত্রে বর ও কনের বাছাই এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন নিয়ম নির্ধারণ করেছে। যা অবলম্বনে একটি সুন্দর পরিবার সৃষ্টি হতে পারে। কিন্তু বিয়ের সময়ে অনেকেই সেদিকে দৃষ্টিপাত করে না আবার যখন বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তা পুর্নগঠনের জন্য অনেকেই মসজিদ-মাদরাসায় আলেমদের শরণাপন্ন হয়ে থাকেন।
আরও দেখুনঃ বিবাহের খুতবা আরবীতে pdf বই
বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পিতা-মাতার কোলে যখন ছেলে জন্মগ্রহণ করে, তখন তাদের আনন্দের কোন সীমা থাকে না। পিতা-মাতা অত্যন্ত আদর যত্নসহকারে সন্তান লালন-পালনে লেগে যায়। পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নিজেরে ছেলের আরামের ব্যবস্থ করে, ত্যাগ তিতিক্ষার বিরল দৃষ্টান্ত স্থাপন করে সন্তানের শিক্ষ-দিক্ষা, তার উজ্জল ভবিষ্যতের জন্য রাত দিনকে একাকার করে দেয়।
দেখতে দেখতেই শিশু সন্তান বড় হয়ে যায়। বৃদ্ধ পিতা-মাতার সামনে সন্তান যৌবনে পদার্পন করে। আর এ যুবক ছেলে পিতা-মাতার সুন্দর সুন্দর স্বপ্নের ক্রেন্দ বিন্দুতে পরিণত হয়। যৌবনে পদার্পনের সাথে সাথেই পিতা-মাতা ছেলের বিয়ের ব্যাপারে ভাবতে থাকে। বাবা-মা তাদের সন্তানের জন্য এমন স্ত্রী খোঁজতে থাকে যে লাখে হবে একজন । বরকত ও কল্যাণের দুয়া করতে করতে এক সময় নব বধু ঘরে আসে, কিছুদিন যেতে না যেতেই অবস্থঅর পরিবর্তন শুরু হয়।
পিতা-মাতা যারা এ দুনিয়াতে সন্তানদের লালন-পালনের দায়িত্ব পালন করে এসেছিল। ছেলেকে তাদের উপদেশ মেনে চলতে হয়, যেই ছেলে আগে পিতা-মাতার চোখের মনি ছিল, যে বউ এ ঘরে আসার পূর্বে লাখে একজন ছিল, কালের এক পর্যায়ে তাকে অযোগ্য মনে হয়, এমনকি এক সময় এ তিন পক্ষ ছেলে, বউ, শ্বশুর-শাশুড়ী, এক সাথে থাকা দুষ্কর হয়ে যায়।
নিচে বিবাহের মাসায়েল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবা বাইতুসসালাম বইয়ের ধরণঃ বিবাহ বইয়ের সাইজঃ 7.31 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মুহাম্মদ ইকবাল কীলানী অনুবাদঃ আবদুল্লাহিল হাদী মুহাম্মদ ইউসুফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ