বিবাহ ও নারীবাদ pdf বই ডাউনলোড।আমরা যারা মুসলমান হয়ে জন্ম নিয়েছি তারা এর মর্যাদা যতটুকু উপলব্ধি করি, তার চাইতে ইসলামের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশী উপলব্ধি করেন একজন নওমুসলিম। কারণ তারা ইসলামকে প্রকৃতভাবে জেনে, বুঝে অনুধাবন করেই মুসলমান হন । মহাবিশ্বকে আল্লাহ্ কতগুলি নিয়মে বেঁধে দিয়েছেন – যেগুলোকে আমরা “সুন্নত আল্লাহ্” বলি-গণিত, পদার্থ বিদ্যার নিয়মাবলীসহ, যাবতীয় কার্যকরণের এর আওতায় পড়ে।
এগুলো পার্থিব বস্তু জগতকে মেনে চলতে হবে – আল্লাহ্ তো পবিত্র কোর’আনে বলেছেন- ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, মহাবিশ্বের সমগ্র বস্তুজগতকে এসব নিয়ম মেনে চলতেই হবে। এছাড়া প্রাণীজগতের অধিকাংশেরও বেছে নেবার তেমন কোন ক্ষেত্র নেই। অথচ সবচেয়ে স্বতঃসিদ্ধ যে ব্যাপারটা, সেটাই তিনি আপাত দৃষ্টিতে বেঁধে দেননি: কেবল তাঁর ইচ্ছা- অনিচছার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করলেই জীবনে অর্থাৎ: শাস্তি, সমন্বয়, প্রশান্তি, পরিতৃপ্তি ইত্যাদি লাভ করতে পারবেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
সাধারণ ভাবে সকল উন্নত প্রাণীকূলকে, আর বিশেষভাবে গোটা মানবকুলকে আলাহ্ যে দু’টো প্ৰধান মৌলিক প্রবৃত্তি সহকারে সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে ক্ষুধা, অপরটি হচ্ছে যৌনস্পৃহা। এই দু’টো প্রবৃত্তির জন্যেই মূলত পৃথিবীর সব চাকা ঘোরে। কালো এবং সাদা ভিন্ন ভিন্ন বর্ণ হিসেবে আল- হ্রির সৃষ্টি এবং সেজন্যই এই বৈচিত্রময় পৃথিবী এত সুন্দর।
ঠিক একইভাবে নারী ও পুরুষকে আমরা প্রথমত নারী ও পুরুষ বলতে চাই; তারপর বলতে চাই যে, পৃথিবীতে আমাদের জীবনকে সুন্দর ও বৈচিত্র্যময় রাখতে বা বেঁচে থাকার আগ্রহ ধরে রাখতে, উভয়েরই উপস্থিতি যেমন সমানভাবে অপরিহার্য- তেমনি নারী ও পুরুষের মাঝে সব দিক দিয়ে জন্মগত যে পার্থক্য, তাও অনস্বীকার্য
-কেউ জোর করে বলেই আজ সে পার্থক্য উঠে যাবে না। বরং এই পার্থক্য যে সৃষ্টির গূঢ় রহস্য তা আলাহ্ নিজেই বলে দিচ্ছেন । আমরা সঠিক সময়ে, সঠিক উপায়ে এবং সঠিক বিচারে সম্পন্ন, বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদকে, ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে নারী-পুরুষ বা স্বামী-স্ত্রীর মাঝে বৈশিষ্ট্যগত যে পার্থক্য রয়েছে করার জন্য।
যে ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে তা স্বীকার না করলে এবং সেই ভিন্নতা উপভোগ করতে না পারলে বিবাহিত জীবনে সুখী হওয়া দুষ্কর হতে পারে, যেমনটি Brainsex-এর বৃটিশ রচয়িতা অনুভব করেছেন: লেখক এনামুল হক বাংলাদেশের মুসলিম ভাই-বোনদের কাছে সর্বগ্রাসী কিছু সমস্যার চিত্র তুলে ধরেছেন, আমাদের জীবনে সেগুলোর প্রভাব নিয়ে বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ এই বইটিতে সন্দুর ভাবে আলোচনা করেছেন ।
নিচে বিবাহ ও নারীবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আযান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | বিবাহ ও পর্দা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.43 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মোঃ এনামুল হক |
বইয়ের অনুবাদকঃ |