বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা pdf বই ডাউনলোড। আমাদের সভ্যতার একটি প্রধান বৈশিষ্ট হচ্ছে, এক বিরাট সংখ্যক ধর্ম বিশ্বাস এবং নৈতিক মতবাদের জন্য চেষ্টা করে এসেছে এবং এই সৃষ্টির মাঝে তার নিজের অবস্থান জানার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছে।
পৃথিবীর সমস্ত প্রধান ধর্মের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, একজন চিরন্তন ঈশ্বর বা সর্বক্ষমতা সম্পন্ন ঐশী সত্তায় বিশ্বাস করা, যিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ্ সকল প্রধান ধর্মের অনুসারীরাই বিশ্বা করে যে, তারা যে ঈশ্বরের ইবাদত-বন্দেগী বা উপাসনা করে, তিনি সেই একই ঈশ্বর যারঁ পূজা অর্চনা অন্য ধর্মালম্বীরাও করে।
আরও দেখুনঃ বিপদ যখন নিয়ামত pdf বই ডাউনলোড
মার্কসবাদ, ফ্রয়েডীয়তত্ত্ব এবং অন্যান্য ধর্ম বহির্ভুত মতবাদ পৃথিবীর প্রতিষ্ঠিত ধর্মসমূহের মূল বিশ্বাসে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু পরিণামে ধর্ম নির্মূলের এই সকল প্রচেষ্টা নিজেই এক সময় এক রকম ধর্ম বিশ্বাসের রূপ গ্রহণ করেছে।
উদাহরণস্বরূপ, বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিজম প্রচারের সময় এমন ঐকান্তিকতা ও উৎসাহ সহকারে তা করা হয়েছিল যা ধর্ম প্রচারের মত নিষ্ঠা ও আন্তরিকতার বৈশিষ্ট্য সম্পন্ন। কাজেই এ কথা বলা যায় যে, ধর্ম হচ্ছে মানুষের অস্তিত্বের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কুরআনে বলা হয়েছেঃ হে মুহাম্মাদ সা, আপনি তাদেরকে বলুনঃ- হে আহলে কিতাবগন।
আরও দেখুনঃ বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা pdf বই ডাউনলোড
তোমরা এমন একটি বিষয়ের দিকে আস, যা আমাদে ও তোমাদের মধ্যে সমানভাবে স্বীকৃত। আর তা হলো এই যে, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করবো না, তারঁ সাথে কাকেও অংশীদার করব না এবং আমাদের কেউ ্ল্লাহ ছাড়া অন্য কাকেও পালনকর্তা সাব্যস্ত করব না। অতঃপর এর পরেও যদি তারা সত্য থেকে বিমুখ হয়।
তবে তোমরা বলে দাও, তোমরা সাক্ষী থাক যে, আমরার মুসলিম অর্থাৎ উক্ত বিষয়সমূহের অনুগত। (আল-কুরআন-৩:৬৪)। বিভিন্ন ধর্ম সম্পর্কে অধ্যয়ন করতে গিয়ে আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভ হয়েছে। এতে আমার এই বিশ্বাস আরো সুদৃঢ় হয়েছে যে মহান আল্লাহ তাআলা তারঁ অস্তিত্বের ব্যাপারে নুন্যতম সহজজাত বোধ সহকারেই প্রত্যেক মানব আত্মাকে সৃষ্টি করেছেন।
আরও দেখুনঃ আসমানি আদালত pdf বই ডাউনলোড
নিচে বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.23 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ ডা. জাকির নায়েক অনুবাদঃ মোঃ মনিরুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ