বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা pdf বই ডাউনলোড। ফিকহ হচ্ছে কুরআন-সুন্নাহর নির্দেশনার আলোকে গৃহীত বা প্রণীত আইনের সংকলন। ইসলামী আইনকে বিভিন্ন শিরোনামে বিন্যাস করে ফিকহ-এর গ্রন্থাবলীতে সন্নিবিষ্টি করা হয়। মানুষের জীবনের প্রতিটি দিকে হাজারো প্রশ্ন থাকে, তারই উত্তর খোজাঁ হয় ফিকহ বা জ্ঞানচর্চার মাধ্যমে। ইমাম আবূ হানীফা রহঃ হচ্ছেন ফিকহ শাস্ত্রের পথিকৃত।
পরবর্তীতে আরও বহু পন্ডিত তাদেরঁ ফিকহচর্চার জন্য খ্যাতি অর্জন করেন। বর্তমানে চারটি মাযহাব রয়েছে, যাদের সম্পর্কে বিশেষজ্ঞ আলেমগণের অভিমত হচ্ছে যে, কুরআন-সুন্নাহর প্রকৃত নির্দেশনা র চারটি মাযহাবেই আবর্তিত হচ্ছে।
আরও দেখুনঃ আল ফিকহুল আকবার pdf বই ডাউনলোড
তারপর ও অনুসন্ধিৎসু মন ফকীহগণের ব্যাখ্যা-বিশ্লেষণ ইত্যাদি জানতে আগ্রহী থাকে। এতে শরীয়াতের উদ্দেশ্য, ফিকহের মূলনীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে, বহু যুগ- জিজ্ঞাসার জবাব খুজেঁ পাওয়া যায়।মহান আল্লাহ বলেন, অর্থাৎ মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সংগত নয়।
সহীহ ফিকহের সন্ধানে আমরা সবাই।
ওদের প্রত্যেক দলের এক অংশ বের হয় না কেন, যাতে তারা দ্বীনের মধ্যে গভীর জ্ঞান চর্চার রত থাকতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতিপ্রদর্শন করতে পারে, যখন তারা তাদের কাছে ফিরে আসবে যাতে তারা সর্তক হয়। (সূরা আত-তাওবাহ: ১২২) । বলা বাহুল্য , সালাত, সাওম, হজ্ব ও যাকাতের মাসআলা -মাসায়েল জানাকেই দ্বীনকে অনুধাবন করা বলা যাবে না।
আরও দেখুনঃ দুর্নীতির পরিণাম ভয়াবহ pdf বই ডাউনলোড
বরং দ্বীনের সত্যিকার অনুধাবন হলো, তাকে দলীল প্রমাণসহ এমনভাবে বোঝা- যা তার মধ্যে এ উপলব্ধি সৃষ্টি করবে যে, এ সংক্রান্ত প্রতিটি কথা ও কর্ম এবং যাবতীয় গতিবিধির হিসাব দিতে হবে আখিরাতে। দুনিয়ার এ জীবন তাকে কিরূপে অতিবাহিক করতে হবে মূলত এই চিন্তাই হলো দ্বীন অনুধাবন। এ জন্যই ইমাম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি ফিকহ-এর।
যে সংজ্ঞা নিরূপণ করেছেন তাহলো এই যে, ফিকহ সে শাস্ত্রকে বলা হয়, যাতে মানুষ নিজের করণীয় কাজকে বুঝে নেয় এবং সে সকল কাজকেও বুঝে নেয় যা থেকে বেচেঁ থাকা তার জন্য জরুরী। বর্তমানে মাসআলা -মাসায়েলের জ্ঞানকেই যে ইলমে-ফিকহ বলা হয় তা পরবর্তী যুগের পরিভাষা। কুরআন ও হাদীস অনুযায়ী ফিকহ-এর তাৎপর্য তাই যা বর্ণনা করেছেন।
আরও দেখুনঃ হযরত আবূ হূরায়রা pdf বই ডাউনলোড
নিচে বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 15.7 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ডা. আবূ বকর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ