বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক হোক বাস্তব প্রস্তুতি pdf বই ডাউনলোড। একজন যুবক বা যুবতি যখন গুনাহমুক্ত জীবন গড়ার সিদ্ধান্ত নেয়,তখন দ্রুতই সে বুঝতে পারে, বিয়ে ছাড়া এই সমাজে গুনাহমুক্ত থাকা অসম্ভব-প্রায়।
হাজারো তাওবা আর গুনাহত্যাদের প্রতিজ্ঞাকে চোখের সামনে বারেবার বাতিল হয়ে যেতে দেখে সে। গুনাহের মরুময় প্রান্তরে নিজেকে বড় অসহায় লাগে। প্রতিটি সকাল-সন্ধ্যা-রাত তার এই উপলব্ধি তীব্র থেকে তীব্রতর হয়-ঈমানের ওপর টিকে থাকতে বিয়েই করতে হবে। তার এই চিন্তা প্রশংসনীয় সিঃসন্দেহে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড
কিন্তু এই নেক চিন্তাটাই অনেক সময় ভূল পথে মোড় নেয়। বিয়ের আগ্রহ রূপ নেয় ফ্যান্টাসিতে। এটা একটা সমস্যা। এই ফ্যান্টাসি যার মাথায় ঢুকে যায় তার দিন-রাত একাকার হয়ে যায় বিয়ের চিন্তায়। অবিবেচকের মতো নানারকম অবাস্তব চিন্তা ও স্বপ্ন মাথায় ঘোরপাক খেতে থাকে। বিয়ে নিয়ে অলীক-আশা-ভরসাও কাজ করতে থাকে, যার সাথে বাস্তবতার মিল নেই।
বিয়ের জন্য কিছু পূর্ব-প্রস্তুতি প্রয়োজন। বিয়েতে যেমন অনেক প্রাপ্তি আছে তেমনই আছে অনেক দায়িত্ব ও কর্তব্য যা পালনের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক মধুর হয়। আবার বিপরীত দিকে এই দায়িত্ব পারন না করায় সুখ-স্বপ্নে বিভোর হাজারো সংসার অল্পদিনের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায়।
বিয়ের আগে সেই পূর্বপ্রস্ততিই পাঠ। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল, বাস্তববাদী ও প্রোডাক্টিভ একটা প্রজন্ম গড়তে এই বইটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। বিয়ে এবং বাস্তবতা সব নিয়েই সুন্দর একটি গোছানো বই হিসেবে আখ্যায়িত। আশা করি উপকৃত হবেন।
নিচে বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক হোক বাস্তব প্রস্তুতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | উমেদ প্রকাশ |
বইয়ের ধরণঃ | বিয়ে বিষয়ক |
বইয়ের সাইজ | 25.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | তানজিল আরেফিন আদনান |