বিশুদ্ধ রক্তস্নাত আফগান পর্ব ১ pdf বই ডাউনলোড। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নামে শুরু করছি যিনি সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। সাহায্য ও সক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। সালাম ও দরূদ মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তার পরিবার, সাহাবাগন ও কিয়ামত পর্যন্ত যারা এই সত্য পথের উপর থাকবেন তাদের উপর।
অনেক মুজাহির বোন আমাকে বারবার অনুরোধ করেছেন আফগানিস্তানে ক্রুসেডারদের সর্বশেষ অভিযানের সময়ে আমার দেখা কিছু উল্লেখযোগ্য ঘটনা লিপিবদ্ধ করতে। আমি কিছু ঘটনা লিখেছিলাম তবে সেগুলো দুর্ভাগ্যক্রমে হারিয়ে যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জ্ঞানের সন্ধানে সত্য দর্শন pdf বই ডাউনলোড
- পূণ্যবতীর সন্ধানে pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- একটি দ্বীপের সন্ধানে pdf বই ডাউনলোড
- শিকড়ের সন্ধানে pdf বই ডাউনলোড
আমি আবারও লিখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, তবে হিজরতের প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতির কারনে দীর্ঘদিন লেখার সুযোগ করে উঠতে পারিনি। পরবর্তীতে আমি মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত আমেরিকার অপরাধসমূহের সাক্ষ্যগুলো লিখতে শুরু করি। এটা ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে আমেরিকায় বিদ্বেষ আর ঘৃণার স্বরূপ তুলে ধরার এক ক্ষুদ্র প্রচেষ্টা।
আমি এখানে যা তুলে ধরছি তা আফগানিস্তানে মুহাজির মুজাহিদীনদের আত্মত্যাগের অসংখ্য ঘটনার মধ্যে একটি মাত্র। মুজাহিদীনদের আত্মত্যাগের অসংখ্য ঘটনার মধ্যে একটি মাত্র। মুজাহিদীনদের জন্য বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে যাওয়ায় ১৯৯৬ সালে আমি আফগানিস্তানে হিজরত করি। আমিরুল মুমিনীন মোল্লা মোহাম্মাদ ওমরের নেতৃত্বে আফগানিস্তানের ইসলামী ইমারাহর উত্থান এমন এক সময়ে হয়েছিল যখন বিশ্বজুড়ে মুজাহিদীনদের জন্য স্থান সংকীর্ণ হয়ে আসছিল।
এসময়ে অসংখ্য মুজাহিদ এই বরকতময় ভুমিতে হিজরত করেন আর তাঁদেরকে সাদরে বরণ করে নেন এই সম্মানিত ন্যায়নিষ্ঠ আফগান জাতি। এমন মানুষদের একত্রিত হবার ব্যাপারটা আমেরিকা আর তার দোসরেরা সহ্য করতে পারল না। প্রথমবার আফগান আর আরবরা এমন একত্রিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময়। সেবার রাশিয়া পরাজিত হয়ে আফগানিস্তানের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
এরপর আবারও আফগান আর আরবরা মোল্লা ওমরের নেতৃত্বে ইসলামী ইমারাহর পতাকাতলে একত্রিত হয়েছিলেন। সত্যিকারের স্বাধীনতার বরকত নিয়ে এবার তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এই লড়াইয়ের লক্ষ্যবস্তু ছিল ইহুদি, খ্রিষ্টান আর মুসলিম রাষ্ট্রে এদের বিশ্বাসঘাতক সাগরেদরা যারা কিনা মুসলিম ভুমিগুলোকে শোষণ করেছে, সম্পদ লুটপাট করেছে আর মুসলিমদের অপমানিত করেছে।
নিচে বিশুদ্ধ রক্তস্নাত আফগান পর্ব ১ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আত্মজিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.04 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | উমায়মাহ হাসান আহমাদ |
অনুবাদঃ |