বিশ্বনবীর সাঃ মুজিযা pdf বই ডাউনলোড। হযরত আবদুল্লাহ বিন আব্বাস বলেছেন, “রাসূলুল্লাহ (সঃ) যখন কোরেশের এক সমাবেশ থেকে বাইরে বেরুলেন এবং চলে গেলেন তখন আবু জেহেল বলল, “হে কোরেশরা। তোমরা দেখেছ, মুহাম্মদ (সঃ) আমাদের ধর্মের দোষ খুঁজে বেড়ায়, আমাদের বাপ-দাদাদের মিথ্যা অপবাদ দেয়, আমাদের খোদাদেরকে খারাপ বলে এবং আমাদের অকীদা-বিশ্বাসকেও অমর্যাদাকর বলে মনে করে, কোন অবস্থাতেই সে এসব থেকে বিরত থাকে না।
আমি আল্লাহ তায়ালার কসম করে বলছি, আগামীকাল আমি এমন একটি পাথর নিয়ে আসবো যা সে উত্তোলন করতে পারবে না। অতপর সে যখন সিজদায় মাথা রাখবে তখন আমি সেই পাথর তার মাথার ওপর রেখে দেব। তোমরা চাইলে আমাকে বাধা দিতে পার। চাইলে আমার হাত ধরে রাখতে পার এবং বনু আবদি মান্নাফ অতপর যা ইচ্ছা তাই করতে পারে।”
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তারা বললো, “খোদার কসম। তুমি যা ইচ্ছা তাই করতে পার। আমরা অবশ্যই তোমাকে বাধা দিবনা।” সকাল হলে আরু জেহেল নিজের কথা অনুযায়ী একটি ভারী পাথর উত্তোলন করলো এবং রাসূলের অপেক্ষায় বসে রলো। রাসূলে করিম (সঃ) নিজের অভ্যাস অনুযায়ী খুব প্রত্যূষে কা’বা শরীফ পৌছলেন।
মক্কায় হুজুরের (সঃ) কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দাঁড়াতেন। এমনিভাবে কাবা ঘরও তাঁর সামনে থাকতো এবং প্রথম কিবলাও ।
অতপর যখন রাসূলুল্লাহ (সাঃ) নামাজের জন্য দাঁড়ালেন তখন কোরেশরা নিজেদের মজলিসে বসে আবু জেহেলের কাজ অবলোকনের লক্ষ্যে অপেক্ষমান রলো। রাসূলুল্লাহ (সঃ) যখন সিজদায় গেলেন আবু জেহেল তখন পাথর উচিয়ে তাঁর দিকে অগ্রসর হলো। যখন তাঁর নিকট পৌছলো তখন এক আশ্চর্য ধরনের অবস্থা হয়ে গেল। সে পরাজিত হয়ে পিছু হটে এলো। তার বিবর্ণ অবস্থা। তার চেহারায় ভীতির ছায়া। তার হাত থেকে পাথর পড়ে গেল এবং সে কাঁপতে লাগলো। কোরেশরা তার কাছে গেল এবং বললো, আবুল হাকাম। “তোমার কিহয়েছে।”
জবাবে সে বললো, “গতরাতে বর্ণিত ইচ্ছানুযায়ী আমি মুহাম্মদের (সঃ) দিকে অগ্রসর হলাম। আমি যখন তার নিকট পৌঁছলাম তখন আমার সামনে এক উট এসে হাজির। খোদার কসম। আমি এ ধরনের উট কখনো দেখিনি। এমন চুট এমন ঘাড় এবং এমন ভয়ংকর দাঁত আমি কখনো কোন উটের দেখিনি। এই উট আমাকে খেয়ে ফেলতেচাচ্ছিল।”
ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খোদার দুশমন আবু জেহেল বিন হিশাম রাসূলুল্লাহর (সঃ) প্রতি মারাত্মক ধরনের শত্রুতা পোষণ করতো। আল্লাহ তায়ালা হুজুরে আকরামের (সঃ) মাধ্যমে আবু জেহেলকে কয়েকবারই অপমানিত করেছেন। এসব ছিল বিশ্ব নবীর {সঃ} মুজিযাহ। ইবনে ইসহাক বলেছেন, আমর থেকে আবদুল মালিক বিন আবদুল্লাহ বিন আবু সুফিয়ানুছ ছাকাফি বর্ণনা করেছেন এবং তিনি অত্যন্ত মুখস্থ শক্তি ওয়ালা বুজর্গ ব্যক্তি ছিলেন।
নিচে বিশ্বনবীর সাঃ মুজিযা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.32 MB |
প্রকাশ সাল | ১৯৯৮ সাল |
বইয়ের লেখকঃ | ওয়ালীদ আল আযামী |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল কাদের |