বিশ্বাসঘাতকদের ইতিহাস pdf বই ডাউনলোড । আগেকার যুগের মানুষের পোশাকের ধরন ছিল বর্তমানের পোশাক থেকে অনেকটা ভিন্ন। তখনকার মানুষের জামার বাইরের দিকে কোনো পকেট থাকত না। কারণ, পটেক দেওয়া হয় টাকা পয়সা রাখার জন্য। কিন্তু সে কালে তো বর্তমানের মতো কাগজের মুদ্রা ছিল না। তখনকার মুদ্রা হতো সোনা-রুপার।
কেউ যদি তার সঙ্গে দু-চারশ মুদ্রা নিয়ে বেরোত, তাহলে সেই মুদ্রার ওজন কি অন্তত আধা কিলো হবে না? এত ওজন পকেটে করে বেড়ানো কি সম্ভব? তাই সে যুগের মানুষ মুদ্রাগুলো খুঁতিতে ভরে কোমরের সঙ্গে অথবা জামার হাতায় গোপন পকেটে বেধেঁ রাখত। তখনকার পোশাকের হাতা হতো অনেকটা খোলামেলা।
আরও ইসলামিক বই দেখুন:
- অবশেষে মিলন pdf বই ডাউনলোড
- শিশু বিশ্বকোষ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- রিয়া গোপন শিরক pdf বই ডাউনলোড
- কোরআন মজিদের গোপন রহস্য pdf বই ডাউনলোড
- তাকদীর আল্লাহর এক গোপন রহস্য pdf বই ডাউনলোড
সেই খোলামেলা হাতায়ই মুদ্রাগুলো রাখা হতো রাখার পদ্ধতিটা ছিল এমন মুদ্রাগুলোকে একটি থলেতে ভরে ফিতা দিয়ে হাতের নলার সঙ্গে বেঁধে নেওয়া হতো। এভাবেই ওগুলো পকেটমারদের হাত থেকে নিরাপদ থাকত। সে কালেও কিন্তু পকেটমারের অস্তিত্ব ছিল, ফিকহের প্রাচীন গ্রন্থাদিতে পকেটমার-সংক্রান্ত বিধানই এর বড় প্রমাণ। আরবিতে পকেটমারদের বলা হয় তারবার। আজও আমাদের সমাজে ধূর্ত ও ধড়িবাজ লোকদের তাররার বলা হয়ে থাকে।
এবার লক্ষ করুন, হাতের পকেটে যদি মুদ্রা লুকিয়ে রাখা হয়, তাহলে কি সেই পকেটে কেটে মুদ্রাগুলো হাতিয়ে নেওয়ার সাহস হবে কারও? কেউ এমন দু:সাহস দেখালে কি সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হবে না? তবে মজার ব্যাপার হচ্ছে, সে কালের পকেটমাররা এতটাই চতুর ছিল যে, অনেক সময় হাতার সেই গোপন পকেট থেকেও মুদ্রাগুলো কেটে নিয়ে যেত; অথচ মুদ্রাবহনকারী টেরও পেত না।
এইযে গোপন পকেটের কথা বলা হলো, তাতে কি জলজ্যন্ত কোনো সাপ ঢুকে পড়তে পারে? বাস্তবেই যদি কারও হাতায় সাপ ঢুকে পড়ে; আর সে তা টের না পায়, তাহলে তার চেয়ে উদাসীন কেউ হতে পারে? তার ধ্বংস কতটা কাছে, তা কি বলার অপেক্ষা রাখে? এদিক বিবেচনায় রেখেই উর্দুতে একটি মজার প্রবাদ হচ্ছে, আস্তিনে সাপ পোষা। তবে প্রবাদটির মর্মাথ হচ্চে, নিজের ঘর বা বন্ধুমহলে শত্রুকে স্থান দেওয়া, আপন সমাজ ও দেশে গাদ্দারদের অবাধে চরাফেরা করতে দেওয়া। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বিশ্বাসঘাতকদের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | কালান্তর প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 47.5 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | ইসমাইল রোহান |
অনুবাদকঃ |