বিশ্বাসের অভিযাত্রা pdf বই ডাউনলোড। বিশ্বাস। মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। পার্থিব জগতের সবচেয়ে মূল্যবান পাথেয়। বিশ্বাসহীন মানুষ নীড়হারা পাখির মতো। দিনভর দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরে দিনশেষে যার কোনো আশ্রয় নেই। মাথাগোঁজার মতো জায়গা নেই। অবিশ্বাসী মানুষেরা অসহায়। নিজেদের অসহায়ত্বটুকু নিবারণ করার উপকরণ না পেয়ে তারা বিশ্বাসীদের বিশ্বাসের অহেতুক আক্রমণ করে ক্ষোভ নিবারণ করতে চায়। কিন্তু তার মাঝেও ফুটে ওঠে তাদের জ্ঞানের দৈন্য ও দাবির অসারতা।
আমরা চাই, প্রতিটি পাখি নীড় ফিরে পাক। প্রতিটি মানুষ বিশ্বাসের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুক। নীড়হারা পাখির রাত-বেরাতে ডাকাডাকি আমাদের অস্থির করে তোলে। কিন্তু আমরা ধৈর্যহারা হই না। বিশ্বাসের সম্পদ আল্লাহ যাকে দান করেননি, তার চেয়ে বড় অসহায় আর কে হতে পারে? তাই অবিশ্বাসী ও সংশয়বাদী মানুষের অসহায়ত্ব আমরা বুঝি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
তর্কের টেবিলে, বিতর্কের ময়দানে যতই উত্তপ্ত বাক্যবিনিময় হোক না কেন, আমরা চাই দিনশেষে সংশয়বাদী আর অবিশ্বাসী মানুষটা তার আসল ঠিকানা খুঁজে পাক। অন্তত নিজের আত্মপরিচয়টা জেনে মরুক। আমাদের আশপাশে বসবাস করা মুসলিম নামধারী মানুষগুলোর অবিশ্বাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া নির্বিকার হয়ে দেখতে পারি না। সেই তাড়না থেকেই এই—‘বিশ্বাসের অভিযাত্রা’।
কেন আমি একজন মুসলিম? কে আমাকে বলল যে ইসলাম সত্য দ্বীন? যদি ইসলামের সাথে বিবেকের সংঘাত হয়, তাহলে আমি কী করব? এই ধরনের বহু প্রশ্ন ঘুরপাক খায় আমাদের মাথায়। এ লক্ষ্যেই নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। এ সিরিজের শিরোনাম হলো ‘রিহলাতুল ইয়াকিন’—বিশ্বাসের পানে যাত্রা কিন্তু তার পূর্বে আমাদের চিন্তাগুলোকে সুবিন্যস্ত করতে হবে। আমাদের বিশ্বাসের ভিত্তি স্থাপন করতে হবে সঠিকভাবে।
ইসলাম সম্পর্কে মনে কোনো প্রশ্ন জাগলেই যদি আমরা সন্দেহগ্রস্ত হয়ে পড়ি এবং ঈমানের অবস্থা নড়বড়ে হয়ে যায়, তাহলে আমাদের ঈমান তো দুর্বল টেবিলের মতো। সামান্য বোঝা রাখলেই সেটা নড়চড় শুরু করে দেয়। যার ঈমানের অবস্থা এই টেবিলের মতো, সে মন থেকে একটি সংশয় দূর করতে- না-করতেই আরেকটি সংশয় এসে জায়গা করে নেবে।
তার হৃদয় কখনো বিশ্বাসের শীতলতা অনুভব করতে পারবে না। বরং একের পর এক সংশয় তার হৃদয়ে আঘাত করতে থাকবে এবং একপর্যায়ে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই এই সিরিজটির প্রথম লক্ষ্য হলো আমাদের ঈমানের ভিত্তি মজবুত করা। বুনিয়াদকে শক্তিশালী ও মজবুত করে তোলা। হয়তো আমাদের মনে বহু প্রশ্ন আসতে পারে।
নিচে বিশ্বাসের অভিযাত্রা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সন্দীপন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 34.21 MB |
প্রকাশ সাল | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | ড. ইয়াদ কুনাইবী |
বইয়ের অনুবাদকঃ | নাজমুল হক সাকিব |