বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড। তুমি কি দেখ নাই তোমার সৃষ্টিকর্তা-প্রতিপালক হস্তিওয়ালাদের সাথে কি করেছেন? তিনি কি তাদের চেষ্টা-কৌশলকে সম্পূর্ণ নিষ্ফল করে দেননি?(৩-৪) আর তিনি তাদের ওপর ঝাকেঁ ঝাকেঁ পাখি পাঠিয়ে দিলেন যারা তাদের ওপর পাকা মাটির পাথর নিক্ষেপ করছিল। অতঃপর তাদের অবস্থা এমন করে দিলেন, যেন জন্তু-জানোয়অরের ভক্ষণ করা ভুঁষি। (সূরা ফিল)
এটি সম্ভব নয় যে, যে জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীরা আবার ফিরে আসবে। (৯৬) এমন কি, যখন ইয়াজুজ-মাজুজকে মুক্ত করে দেয়া হবে এবং তারা সকল উচ্চতা ডিঙিয়ে বের হয়ে পড়বে (৯৭) এবং সত্য-সঠিক ওয়াদা পূর্ণ হওয়ার সময় নিকটবর্তী হয়ে আসবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- মানব দেহের অলৌকিক রহস্য pdf বই ডাউনলোড
- বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস pdf বই ডাউনলোড
- ইসলাম সত্য দ্বীন pdf বই ডাউনলোড
তখন কাফেরদের চোখ সহসা বিস্ময়ে বিস্ফারিত হয়ে যাবে। তারা বলবে: হায়, আমাদের দুর্ভাগ্য! আমরা এ জিনস সম্পর্কে একেবারের গাফিলতির মধ্যে পড়েছিলাম; বরং আমরা অপরাধী ছিলাম। (সূরা আম্বিয়া ) ।
ইয়াহইয়া ইবনে বুকায়র রাঃ তিনি লাইছ থেকে তিনি উকাইল থেকে তিনি ইবনে শিহাব থেকে তিনি উরওয়াতা বিন যুবাইর থেকে তিনি আবু সালমার ভান্ন যায়নাব থেকে তিনি আবু সুফিয়ান কন্যা উম্মে হাবিবার থেকে ধারাবাহিক সনদে যায়নাব বিনতে জাহাশ রা থেকে বর্ণনা করেন, একদা নবী করীম সাঃ ভীত সন্ত্রস্ত অবস্থায় তারঁ কাছে এলেন এবং বলতে লাগলেন, লা-ইলাহা ইল্লাল্লাহু, আরবের লোকদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যা নিকটবর্তী হয়েছে।
আজ ইয়াজুজ ও মাজুকের প্রাচীর এই পরিমাণ খুলে ছিদ্র হয়ে গেছে। এ কথা বলার সময়ে তিনি তারঁ বৃদ্ধাংগুলি র অগ্রভাগকে শাহাদাত অংগুলিল অগ্রভাদের সাথে মিলিয়ে গোলাকৃতি করে ছিদ্রের পরিমাণ দেখান। যায়নাব বিনতে জাহাশ রাঃ বলেন, তখন আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ আমাদের মধ্যে নেক ও পূন্যবান লোকজন বিদ্যমান থাকা সত্তেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হাঁ যখন পাপাচার অধিক মাত্রায় বেড়ে যাবে। তখন গল্প সংখ্যক নেক লোকের বিদ্যমান থাকা অবস্থায়ই মানুষের মধ্যে ধ্বংস নেমে আসবে।
মুসলিম ইবনে ইবরাহীম রাঃ তিনি উহাইব থেকে তিনি ইবনে তাউস থেকে তিনি তার পিতা থেকে তিনি আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণনা করেন, ধারাবাহিক সনদে নবী করীম সাঃ বলেন, ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে আল্লাহ এই পরিমাণ ছিদ্র করে দিয়েছেন। এই বলে তিনি তারঁ হাতে নব্বই সংখ্যার আকৃতি ধারণ করে দেখালেন। অর্থাৎ তিনি নিজ শাহাদাত আঙ্গুলির মাথা বৃদ্ধাংগুলোর গোড়ায় লাগিয়ে ছিদ্রের পরিমাণ দেখালেন। (বুখারী)।
নিচে বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস দ্বিতীয় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | খায়রুন প্রকাশনী |
বইয়ের ধরণঃ | কুরআন ও হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 31.09 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | জুললাবুম ও এ্যাড ওয়ার্ড মন্টেন |
অনুবাদঃ | মোস্তফা রশীদুল হাসান |