বিষ গোলাপের বন pdf বই ডাউনলোড। ‘বিষগোলাপের বন’ নামপদের মধ্যে এক ধরনের আলো-আঁধারের লুকোচুরি কিংবা গভীর দর্শনতত্ত্বের গন্ধ পাওয়া যায়। বইটিতে রয়েছে বিচিত্র অনুচিন্তন (Reflection)। এর সাথে রয়েছে জ্ঞান, সংবেদন ও দর্শনের নিবিড় সংযোগ । বিষয়টিকে ব্যাখ্যা করতে আমাদের যেতে হবে ইংরেজ দার্শনিক জন লক (১৬৩২-১৭০৪)-এর কাছে। বিখ্যাত Eassy Concerning Human Understanding (১৬৯০) গ্রন্থে তিনি দেখিয়েছেন—বিচিত্র অনুভাবসমূহ কীভাবে মৌলিক ধারণা তৈরি করে।
যেভাবে শ্বেতত্ব, মিষ্টতা, কাঠিন্য ইত্যাদি মৌলিক ধারণার সমবায়ে আমরা চিনির ধারণা লাভ করি, তেমনি বহুমাত্রিক ক্ষুদ্র ক্ষুদ্র সংবেদন ও অন্তরদর্শনের মাধ্যমে আমরা জ্ঞান ও নবচিন্তায় উদ্ভাসিত হই। ‘বিষগোলাপের বন’ মূলত এক উদ্ভাসন প্রচেষ্টা। ক্ষুদ্র ক্ষুদ্র সংবেদন ও অন্তরদর্শনের সমন্বয়ে বইটি বৃহৎ লক্ষ্য পূরণ করে ।
জন লক মনে করতেন—শব্দ, গন্ধ, স্বাদ প্রভৃতি গুণের অধিষ্ঠান বস্তুতে নয়; মনে। ইন্দ্রিয় ও মনের সাথে সম্পর্কিত থাকে একটি বিষয়ের প্রকৃত স্বরূপ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
ফলে ইন্দ্রিয় ও মনের জাগরণ দার্শনিক সত্তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা তো এমন পদক্ষেপের ধারাবাহিকতায় মনন ও সৃজনশীলতার অগ্রযাত্রা নিশ্চিত করি। এই যাত্রাপথের কিছু অনুচিত্র দেখা যাবে বিষগোলাপের বন গ্রন্থে। বইটিতে আছে বন্য ফুলের স্বাদ ও চরিত্র। এ ধরনের চরিত্রে হতবাক হওয়ার কোনো কারণ নেই। কেননা, কবি মুসা আল হাফিজ মানেই রাহসিক অনুভূতির উন্মীলন।
কবিতা, গদ্য, প্রবন্ধসহ শিল্প-সাহিত্যের সকল শাখাতেই তার এ ধরনের প্রকাশ নিয়মতান্ত্রিক হয়ে গেছে। তার চিন্তানিসৃত সাহিত্যের সকল শাখার মজা এখানেই । ‘তিরন্দাজ সংলাপ’ দিয়েই বিষগোলাপের বনে যাত্রা শুরু করেছেন কবি মুসা আল হাফিজ। যাত্রাপথে একজন তিরন্দাজের গতিবিধি দেখে চমকে উঠতেই পারেন। সংলাপের শব্দে চোখ রেখেই হঠাৎ কেউ ভাবতে পারেন—কোনো এক ক্লাসের পরীক্ষার প্রস্তুতির জন্য হয়তো নৈর্ব্যত্তিক গাইড লেখা হয়েছে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নের সল্যুশন ব্যাংক। এক-দুই নম্বরের জন্য ছোটো ছোটো প্রশ্ন এবং উত্তর দিয়ে সাজানো হয়েছে বইটি। বোদ্ধা পাঠকের কেউ কেউ অবহেলায় এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখাতেই পারেন। সাধারণ পাঠক ভাববেন, এটা আবার কেমন সাহিত্য! একজন কবি শেষমেষ গাইড বইয়ের লেখক? এই বয়সে আমি গাইড বই দিয়ে আবার কী করব? দ্রুত এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এমন ভেবে কেউ কেউ সটকে পড়ার উদ্যোগ নিতেই পারেন। হ্যাঁ। তিরন্দাজ সংলাপের প্রশ্নোত্তরগুলো অবশ্যই গাইড বইয়ের মতো। তবে প্রচলিত একাডেমিক কোনো পরীক্ষার জন্য নয়; এ পরীক্ষা জীবনের, চিন্তার, জীবনবোধের।
নিচে বিষ গোলাপের বন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুসা আল হাফিজ |
বইয়ের অনুবাদকঃ |