বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর pdf বই ডাউনলোড । সকল প্রশংসা আল্লাহর; যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক তারঁ বার্তাবাহক মুহাম্মদ সাঃ-তার পরিবার-পরিজন ও সঙ্গীসাথিদের প্রতি। আল্লাহ তাআলা বলেছেন, তারঁ নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের পেয়ে পরিতৃপ্ত হও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি করেছেন।
এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। আপনারা জানেন, যে, ইসলামে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন নারীও একজন পুরুষের মাঝে সম্পাদিত সবচেয়ে জীবনঘনিষ্ঠ একটি দ্বিপাক্ষিক চুক্তি। সাক্ষীদের উপস্থিতিতে দুজন মানুষের মাঝে এ চুক্তি সম্পাদিত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf বই ডাউনলোড
- দাম্পত্য জীবনের লেখা pdf বই ডাউনলোড
- দাম্পত্য জিবনের সমস্যা সমাধান pdf বই ডাউনলোড
- ৫০টি দাম্পত্য টিপস pdf বই ডাউনলোড
- কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন pdf বই ডাউনলোড
তবে হ্যাঁ, বিয়ের সর্বোত্তম সাক্ষী হলেন আল্লাহর রাসূল তারঁ কাছেই মূলত দায়বদ্ধ থাকেন এ চুক্তির উভয়পক্ষ। তাই নারী পুরুষ দুজনেরই ভালো করে বোঝা প্রয়োজন যে, তারা যে চুক্তিটি করতে যাচ্ছেন সেটি কেমন! কী তার লক্ষ্য-উদ্দেশ্য, কী তার তাৎপর্য! ইত্যাদি । একটি সুস্থ-সুন্দর সমাজের ভিত্তি হলো পরিবার ব্যবস্থা, আর পারিবারিক জীবনের ভিত্তি হলো একটি সুস্থ-সুন্দর দাম্পত্য জীবন। অথচ সেই পবিত্র দাম্পত্য জীবনে যেন আজ হানা দিয়েছে ভাঙনের মহামারি।
পরিণতিতে সমাজ জীবনে তৈরি হয়েছে ভয়ানক দায়িত্ববোধহীনতা। এই বিপর্যয় এমন একটি অপসংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে যা মানুষকে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তুলছে। ধ্বংস করছে পরিবার। ক্রমেই যেন নির্মম হয়ে উঠছে ভাঙনের এই কারণ সুর। দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা সমাধানে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে বহু মানুষকে পরামর্শ দিয়েছি; আলহামদু লিল্লাহ! অনেকের জীবনেই তা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।
আমার এ দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি যে উপসংহারে পৌঁছেছি তা হলো দাম্পত্য জীবনের সুখশান্তি কেবল স্বামী-স্ত্রীর মন-মানসিকতা ও আচার-আচরণের উপরই নির্ভর করে। তারা যদি সত্যিই সুখী হতে চায় তাহলে কেউ তা রোধ করতে পারবে না; আর তারা যদি অশান্তি সৃষ্টি করে তাহলে কেউই তাদের শান্তি এনে দিতে পারবে না।
এই ছোট্ট বইটি দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আমার জ্ঞান ও উলব্ধি এবং কীভাবে তাকে সুখী-সমৃদ্ধ করা যায় সেসব বিষয় তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস। আমি আশা করি বইটিতে দেওয়া পরামর্শ যারা মানবেন তারা সত্যিই উপকৃত হবেন এবং একটি শান্তিপূর্ণ জীবন যাপনের সক্ষম হবেন। বইটি যদিও মুসলিমদের উদ্দেশেই লেখা, তবে অন্যরাও এ থেকে উপকৃত হবেন ইন শা আল্লাহ।
নিচে বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সিয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | বিয়ে বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.36 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | মির্জা ইয়াওয়ার বেইগ |
অনুবাদঃ | আব্দুল্লাহ আল মাহমুদ |