বিয়ে
বিয়ে pdf বই ডাউনলোড।বিয়ে-ছোট্ট একটি শব্দ. কিন্তু এর সাথে জড়িয়ে থাকে অনেক আশা, অনেক স্বপ্ন । এ কেবল দুজন ব্যক্তির নয়, রবং দুটি পরিবার এবং অনেক ক্ষেত্রে দুটি গোষ্ঠীর সম্পর্কে নির্ণায়ক। একটি মেয়ের যখন বিয়ে হয় তখন কেবল একজন পুরুষই নয় বরং একটি পরিবারের মন জয় করার দায়িত্ব তার উপর আপনিই এসে পড়ে।
এই দায়িত্ব পালন করা কতটা সহজ বা কঠিন হতে তা মেয়েটির পরিবারের মনমানসিকতার ওপর্ অনেক ক্ষেত্রেই নবাগতার ওপর তার নতুন পরিবার আশা আকাঙ্গা চাহিদার যে প্রচন্ড চাপ সৃষ্টি হয় সম্পূর্ন নতুন পরিবেশে এসে তার সাথে খাপ খাইয়ে নেওয়া হয়তো তার পক্ষে অনেক কঠিন বা ক্ষেত্রে বিশেষ অসম্ভব হয়ে দাড়ায়।
আরও দেখুনঃ তিন তালাক প্রকৃত ফৎওয়া pdf বই
একই ব্যাপার ঘটতে পারে শাশুড়ির ক্ষেত্রে ও প্রায়ই দেখা যায় যিনি শাশুড়ি হন তারঁ পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে না। মেয়ে বিয়ে দিলে তবুও কালেভদ্রে দাওয়াত খাওয়ানো বা তদারক করতে গেলেই দায়িত্ব সম্পাদন হয়। কিন্তু ছেলেকে বিয়ে দিলে ঘরে এমন এক আগম্ভকের অনু্প্রবেশ ঘটে যে কিনা তার ছেলেকে তার সাথে ভাগ করে নেবে। এত বছরের অধিকার কি একদিনে ছেড়ে দেওয়া যায়? ফলে শু শুরু হয় নানাপ্রকার দ্বন্দ্ব সংঘাত ।
অধিকাংশ ক্ষেত্রেই শাশুড়ি মুরুব্বি হওয়ার কারণে তার কাছে আশা থেকে বেশি অথচ তিনি অনুভুতিপ্রবণ হওয়ার কারণে তা বাস্তবায়ন করতে সক্ষম থাকেন না। অনেকক্ষেত্রে তিনি বায়োজ্যেষ্ঠ হওয়ার কারণে সুবিধাজনক অবস্থানে থাকেন এবং এর ফায়দা তোলার চেষ্টা করেন। তাই বৌদের কষ্ট পাওয়ার কাহীনী যত শোনা যায়, শাশুড়িদের তত না।
আরও দেখুনঃ আরবের আলো pdf বই ডাউনলোড
তবে মাঝখানে পড়ে কষ্ট পায় শাশুড়ির ছেলে, বৌয়ের স্বামী। বেচারার অবস্থা হয়ে যায় না ঘরকা বা ঘাটকা। সে না পারে মাকে সামলাতে আর না পারে বৌকে বোঝাতে। শশুর সাহেব এখানে একটা ভুমিকা রাখতে পারেন হয়তো। কিন্তু নিরপেক্ষতার একটা সমস্যা হল এটা মানুষকে চোখের সামনে অন্যায় সংঘটিতে হতে দেখেও চুপ করে থাকতে উদ্বুদ্ধ করে।
আরও দেখুনঃ ইবনে তাইমিয়া pdf বই ডাউনলোড
নিচে বিয়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ স্বপ্ন প্রকাশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 26.6 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ রেহনুমা বিনত আনিস অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ