বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড। শাব্দিক অর্থে হাদীস মানে নতুন, প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যে সব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে। তাই হাদীসের আরেক অর্থ হলো কথা।
ফকীহ্ গণের পরিভাষায় নবী করীম সাঃ আল্লাহর রাসূল হিসাবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসূল সাঃ সম্পর্কিত বর্ণনা ও তাঁর গুনাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেন।
হাদীসের প্রকারভেদঃ
এ হিসেবে হাদীসকে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীতে ভাগ করা যায়ঃ কাওলী হাদীস, ফে’লী হাদীস ও তাকরীরী হাদীস।
প্রথমত, কোন বিষয়ে রাসূল সাঃ যা বলেছেন, অর্থাৎ যে হাদীসে তাঁর কোন কথা বিধৃত হয়েছে তাকে কাওলী (বাণী সম্পর্কিত) হাদীস বলা হয় ।
দ্বিতীয়ত, মহানবী সাঃ এর কাজকর্ম, চরিত্র ও আচার-আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধি-বিধান ও রীতিনীতি পরিস্ফুট হয়েছে। অতএব যে হাদীসে তাঁর কোন কাজের বিবরণ উল্লিখিত হয়েছে তাকে ফে’লী (কর্ম সম্পর্কিত) হাদীস বলা হয়।
তৃতীয়ত, সাহাবীগণের যে সব কথা বা কাজ নবী করীম সাঃ এর অনুমোদন ও সমর্থণপ্রাপ্ত হয়েছে, যে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরীয়াতের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদীসে েএ ধরণের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরীরী (সমর্থন মূলক) হাদীস বলে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুখারী শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- সহীহ বুখারী ৫ম খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
হাদীসের অপর নাম সুন্নাহ। সুন্নাত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও রীতি নবী করীম সাঃ অবলম্বন করতেন তাকে সুন্নাত বলা হয়। অন্য কথা রাসূল সাঃ প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নাত। কুরআন মাজীদে মহোত্তম ও সুন্দরতম আদর্শ বলতে এই সুন্নাতকেই বুঝানো হয়েছে।
ফিক্হ পরিভাষায় সুন্নাত বলতে ফরয ও ওয়াজিব ব্যতিত ইবাদত রূপে যা করা হয় তা বোঝায়, যেমন সুন্নাত সালাত। হাদীসকে আরবী ভাষায় খবর ও বলা হয়। তবে খবর শব্দটি হাদীস ও ইতিহাস উভয়টিকেই বোঝায়।
নিচে সহীহ বুখারী শরীফ ৫ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ সহীহ বুখারী হাদিস গ্রন্থ বইয়ের সাইজঃ 11.4 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের সংকলনঃ আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী অনুবাদঃ ইসলামিক ফাউন্ডেশন
ডাউনলোড সার্ভার-১ঃDownload Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ