বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই। আরবের মক্কা নগরীতে ইসলামের আবির্ভাব হলেও দ্রুতই তা আরবের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে সম্প্রসারিত হয়। মরুচারী দুঃসাহসিক অশ্বারোহী বাহিনী ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে সাম্য, ভ্রাতৃত্ব আর ইনসাফ প্রতিষ্ঠার অদম্য আকাঙ্খা নিয়ে পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে। কায়রো, কর্ডোভা ও বাগদাদ কেন্দ্রিক গৌরবময় খিলাফত প্রতিষ্ঠিত হয়।
আব্বাসী শাসনকালে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মুসলিমদের বিজয় অভিযান ভারত অবধি পৌঁছে যায়। এয়োদশ শতাব্দীতে মোঙ্গল আক্রমণে বিধ্বস্ত মধ্যে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ভাগ্যের অন্বেষনে মুসলিম অভিযাত্রী দল ভারতে এসে ঠাইঁ নেয়।
আরও দেখুনঃ ১১৩. সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি ছিরেন এমনই একজন ভাগ্যান্বেষী অভিযাত্রী, যিনি যোগ্যতা বলে বাংলার শাসন ক্ষমতাকে করায়ত্ব করেন এবং বাংলায় দীর্ঘ মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। এরপর দলে দলে ধর্ম প্রচারক, বণিক, বুদ্ধিজীবি ও আশ্রয় প্রার্থী মানুষের ঢল নামে।
এর সাথে যোগ দেয় ইসলামের সৌন্দর্য আকৃষ্ঠ ধর্মান্তরিত স্থানীয় মুসলিমগন। এভাবে বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং গড়ে তোলে স্বতন্ত্র অনন্য এক সংস্কৃতি। সুলতানী ও মোগল শাসনের দীর্ঘ সময়কালে এ সংস্কৃতি কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে, কখনও পায়নি, কখনও বিজাতীয় সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়েছে।
আরও দেখুনঃ বাংলা ভাষায় সীরাত pdf বই ডাউনলোড
কখনও ইসলামের মূল ধারার অনুসারীদের দ্বারা সংস্কার সংশোধনের দোলায় দোলায়িত হয়েছে কিন্তু তার পদযাত্রা থেমে থাকেনি। দীর্ঘ পাচঁশত বছর ব্যাপী এ সংস্কৃতির স্বাচ্ছন্দ্য পদচারণা বাংলার সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করেছে।
বাংলার অন্যান্য জাতিগোষ্ঠীও স্থায়ী সংস্কৃতির একটি অংশ হিসেবেই বাঙ্গালী মুসলিম সংস্কৃতিকে মেনে নিয়েছে। সকল জাতিগোষ্ঠীর মিলিত পদচারণা বাংলাকে গৌরবময় করেছে, উন্নতি ও প্রাচুর্যর শীর্ষে নিয়ে গেছে, বিশ্ব পরিব্রাজকদের ঈর্ষার বস্তুতে পরিণত করেছে। এ বিস্তৃত পদচারণায় দ্বন্দ্ব, সংঘাত ও মনোমালিন্য যে একেবারে হয়নি তা কিন্তু নয়। তবে ভাগাভাগির প্রশ্ন ওঠেনি।
আরও দেখুনঃ নবী পরিবার মধ্যে প্রশংসা বিনিময় pdf বই ডাউনলোড
নিচে বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 11.9 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ আকরম খাঁ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ