বেহেশতী জেওর ১ম ভলিউম
বেহেশতী জেওর ১ম ভলিউম (১ম, ২য়, ৩য় খন্ড) pdf বই ডাউনলোড। মাওলানা আশরাফ আলী থানভী রহঃ এর বংশ পারিচয়ঃ আগ্রা- অযোধ্যা যুক্তপ্রদেশের মুজাফফর নগর জিলার অন্তর্গত প্রসিদ্ধ শহর থানাভবনে ফারূকী বংশের চারিটি গোত্রের লোক বসবাস করিতেন। তন্মদধ্যে খতীব গোত্রই ছিল অন্যতম। থানাভবনে সুলতান শিহাবুদ্দীন ফররূখ-শাহ কাবুলী ছিলেন হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর ঊর্ধ্বতন পুরুষ।
থানাভাবনে এই বংশে বিশিষ্ট বুযুর্গ ও ওলীয়ে কামেলগন জম্মগ্রহন করিয়াছেন। সুতরাং হযরত থানভীর পিতৃকুল হইল ফারূকী। হযরত মুজাদ্দিদে আলফেসানী ,শায়খ জালালুদ্দীন থানেশ্বরী, শায়খ ফরীদুদ্দীন গঞ্জেশকর প্রমুখ খ্যাতনামা বুযুর্গগন এই বংশেই জন্মগ্রহন করিয়াছেন।
আরও মাসয়ালা বিষয়ক বই দেখুনঃ
- ইছলাহুল মুসলিমীন pdf বই
- বেহেশতী জেওর সকল খন্ড pdf বই ডাউনলোড
- থানভী রহঃ জীবন কর্ম pdf বই ডাউনলোড
- বেহেশতী গাওহার pdf বই
হযরত মাওলান থানভী (র.)-এর পিতা জনাব মুন্সি আবদুল হক ছাহেব ছিলেন একজন প্রভাবশালী বিত্তবান লোক। তিনি খ্যাতনামা দানশীল ব্যক্তি এবং ফার্সী ভাষার একজন উচ্চস্তরের পন্ডিত ও ছিলেন। এতদ্ভিন্ন তিনি একজন বিচক্ষন ,দূরদর্শী এবং উচ্চ শ্রেনীর সাধক ছিলেন।
তাহাঁর মাতৃকুল ছিল ’আলাভী’ অর্থাৎ, হযরত আলীর বংশধর । হযরত মাওলানা থানভীর জননী ছিলেন একজন দ্বীনদার এবং আল্লাহর ওলী। উচ্চস্তরের বুযুর্গ ও ওলীয়ে কামের পীরজী এমদাদ আলী ছাহেব ছিলেন তাহার মাতুল। তাহার মাতামহ (নানা) মীর নজাবত আলী ছাহেব ছিলেন ফার্সী ভাষার সুপন্ডিত ও লব্ধপ্রতিষ্ঠ প্রবন্ধকার । প্রত্যুৎপন্নমতিত্ব ছিল তাহার একটি বিশেষ গুন।
তিনি বেলায়তের দরদজায় পৌঁছেন। এমন উচ্চ মর্যাদাশীল পাথির্ব ঐশ্বর্য ধনবান, সাথে সাথে ধর্ম পরায়নতার সহিত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ছিল। এমন একটি সম্ভ্রান্ত ও প্রখ্যাত বংশে হাকীমুল উম্মত, মজাদ্দিদে মিল্লাত জামেয়ে শরীয়ত। বেদআত রসুমাৎ এর মূল উৎপাটনকারী শাহ ছুফী হাজী হাফেয হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতী হানাফী জন্মগ্রহন করেন ।
হযরত মাওলানা ছিলেন দুরদর্শী ,দৃঢ়চেতা, সুক্ষ্মদর্শী ,স্বাবলম্বী, সত্যপ্রিয়, খোদাভীরু,ন্যায়পরায়ন প্রভৃতি মানবীয় গুনে গুণান্বিত । এই মহৎ গুনাবলী তিনি হযরত ওমর ফারূক (রা.) হইতে পৈতৃকসূত্রে লাভ করিয়াছিলেন। আর মা’রেফাত বা আধ্যাত্মিকরূপ অমূল্য রত্ন লাভ করেন মাতৃকুল অর্থাৎ হযরত আলী (রাঃ) হইতে।
নিচে বেহেশতী জেওর ১ম ভলিউম বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিয়া কুতুবখানা বইয়ের ধরণঃ মাসআলা মাসায়েল বইয়ের সাইজঃ 31.3 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী রহঃ অনুবাদঃ মাওলানা শামসূল হক ফরিদপুরী রহঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ