বোনদের সমীপে পুস্পিত সওগাত pdf বই ডাউনলোড। যৌবনের প্রাণরসে ভরপুর এক তরুণী চারদিকে ছড়িয়ে দেয় উদ্যম ও সাহসের আলো। বয়স এখনো তার সতেরো পেরোয়নি। হৃদয় জুড়ে আছে উম্মাহ ও দাওয়াহর ফিকির। দুচোখে তার জেগে থাকে একরাশ স্বপ্ন আসমানের বিশালতায় একদিন পতপত করে উড়বে খিলাফাহ আলা মিনহাজিন নুবুওয়াহর কালিমাখচিত পতাকা।
দাওয়াহ ইল্লাল্লাহই তার ধ্যান- জ্ঞান। কোথায় কখন দ্বীনি মজলিশ হবে কোন শাইখের বয়ান কোথায় হবে ইত্যাদি তার নখদর্পণে। কুরআন হিফজের প্রতি তার নিবিড় মনোযোগ। প্রজাপতির মতো সদা চঞ্চল তার জীবন। কখনো সহপাঠীদেরকে নাসিহা করে সুন্দর পরামর্শ দেয়; আবার কখনো বান্ধবীদেরকে হিফজুল কুরআনের মজলিশে অংশগ্রহণ করতে উৎসাহিত করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমযানুল মুবারকের সওগাত pdf বই ডাউনলোড
- শো আপ pdf বই ডাউনলোড
- আরজ আলী সমীপে pdf বই ডাউনলোড
- আপনার আমানত আপনার সমীপে pdf বই ডাউনলোড
- মরণ একদিন আসবেই pdf বই ডাউনলোড
অন্যায় দেখলে বিন্দুমাত্র ছাড় দেয় না। সাধ্যমতো তা বন্ধ করার চেষ্টা করে। সর্বত্রই তার সতর্ক বিচরণ। এমনকি তার মাদরাসার শিক্ষিকাগণও তার দাওয়াহর আওতায় থাকে। আল্লাহু আকবার! সব সময় সে মগ্ন থাকে কোনো না কোনো ইবাদতে। একদিন সে লক্ষ করে, তাদের মাদরাসার প্রধান শিক্ষিকা পায়ে মোজা পরেন না। এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে। কারণ অনেক শিক্ষার্থীই তাঁকে দেখে পায়ে মোজা না পরাকে স্বাভাবিক ভেবে বসবে।
একদিন সে তাকেঁ অফিসে একা দেখে তারঁ সঙ্গে সাক্ষাৎ করে। অত্যন্ত বিনয়ের সঙ্গে সালাম দিয়ে অনুমুতি নিয়ে কক্ষে প্রবেশ করে। শুরুতে কথায় কথায় মাদরাসা-পরিচালনায় তারঁ দক্ষতা ও আন্তরিকতার বেশ প্রশংসা করে এবঙ শিক্ষার্থীরা তারঁ ব্যাপারে কতটা সন্তুষ্ট ইঙ্গিতে তাও প্রকাশ করে। সে আরও বলে, আমরা আপনার জন্য অনেক দুআ করি. আপনি আমাদের আদর্শ, আমাদের প্রিয় শিক্ষাগুরু, আমাদের কর্তব্যপরায়ণ অভিভাবক।
সে আদবের সঙ্গে কথা চালিয়ে যায়। একপর্যায়ে বলে, যখণই আমার পর্দা করা সময় হয়েছে, আমি আপনার মতো করে বোরকা পরার চেষ্টা করেছি। কিন্তু আপু আপনি বোধহয় পা-মোজা পরেন না; অথচ পা সতরেরঅন্তর্ভুক্ত। আপনাকে তো প্রধান ফটক দিয়ে পুরুষদের সামনে আসা-যাওয়া করতে হয়।
বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রধান শিক্ষিকা মাথা নিচু করে ফেলেন। তিনি জানেন, তরুনী সঠিক নাসিহাই করেছে। তাই তিনি তার শুকরিয়া আদায় করেন। স্মিত হেসে বলেন, জাজাকিল্লাহ। সত্য কথা হৃদয়ে রেখাপাত করে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বোনদের সমীপে পুস্পিত সওগাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | পর্দা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 26.07 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল মালিক আল-কাসিম |
অনুবাদকঃ |