ভারতে মুসলিম শাসনের ইতিহাস pdf বই ডাউনলোড। হিষ্টরি অব বেংগল ভল্যুম ২ প্রকাশিত হওয়ার পরে চল্লিশ বৎসরেরও বেশী সময় গত হয়েছে। বইখানি স্যার যদুনাথ সরকারের সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
ইহা বাংলার মুসলমান শাসনের ইতিহাসে একটি মূল্যবান অবদান । ইহা আমাদের জ্ঞান প্রসারিত করেছে এবং প্রমাণ করেছে যে, পূর্ববর্তী ইতিহাস গ্রন্থ রিয়াজ-উস-সলাতীন এবং ষ্টুয়ার্টের হিষ্টরি অব বেংগল-এ প্রাপ্ত ইতিহাস ছিল নিতান্ত অপ্রতুল এবং ভুল-ভ্রান্তিতে পরিপূর্ণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বাংলার ইতিহাস (মোগল আমল) এর এই প্রথম খণ্ডে কররানী সুলতান দাউদ খানের পতন থেকে মোগল সম্রাট জাহাংগীরের মৃত্যু পর্যন্ত একপঞ্চাশ বৎসরের ইতিহাস লিখিত হয়েছে। এই অর্ধ শতাব্দীর ইতিহাস বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই বাংলায় মোগল শাসন দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এবং অনেক যুদ্ধ বিগ্রহের পরে বাংলায় স্থিতিশীলতা এবং শাস্তিপূর্ণ অবস্থা ফিরে আসে।
বাংলা মোগল সুবারূপে ইহার স্বাভাবিক ভৌগোলিক সীমারেখা ফিরে পায় এবং বাংলার হিন্দু-মুসলমান একত্রে মুসলমান মোগলদের বিরুদ্ধে একই কাতারে সমবেত হয়ে যুদ্ধ করার সুযোগ পায় । সুলতানী আমলে বাংগালা নামের উৎপত্তি হয়, মোগল আমলে বাংগালা স্বাভাবিক সীমায় রূপ লাভ করে। History of Bengal. vol. II প্রকাশিত হওয়ার পরে এই পর্বের ইতিহাসের বিশেষ কিছু নতুন উপাদান আবিষ্কৃত হয়নি।
কিন্তু খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন সময়ের এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু গবেষণা কর্ম প্রকাশিত হয়েছে। নতুন তথ্য আবিষ্কৃত না হলেও পুরাতন তথ্য নতুন আলোকে বিশ্লেষণ করে এই পুস্তকখানি লিখিত হয়েছে। ইহাতে আশাতিরিক্ত সুফল পাওয়া গেছে বলে আমার বিশ্বাস।
আবদুল লতীফের ভ্রমণ বৃত্তান্ত বা ডায়রী এবং মিরযা নাথনের বাহরিস্তান-ই-গায়বী আবিষ্কারের কৃতিত্ব স্যার যদুনাথের, এই আবিষ্কারের জন্য বাংগালীরা স্যার যদুনাথের নিকট চিরদিন ঋণী থাকবে, কারণ এই দুইটি সূত্র আবিষ্কারের আগে বাংলায় মোগল অধিকারের ইতিহাস অন্ধকারে আচ্ছন্ন ছিল। কিন্তু History of Bengal vol. II তে এই দুইটি মহামূল্যবান সূত্রের পূর্ণ সদ্ব্যবহার করা হয়েছে বলে মনে হয় না। অবশ্য মনে রাখতে হবে যে এই পর্বের লেখক।
নিচে ভারতে মুসলিম শাসনের ইতিহাস pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | জাতীয় গ্রন্থ প্রকাশন |
বইয়ের ধরণঃ | মুসলিম ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 15.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মদ ইনাম-উল-হক |
বইয়ের অনুবাদকঃ |