ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড। জাবালে নূর পাহাড়ের পবিত্র গুহাটির নাম হেরা। গুহার মধ্যে ধ্যানমগ্ন জগতের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব মুহাম্মাদ সাঃ। একদিন সেই গুহায় সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম- এর আগমন ঘটে। সবচেয়ে সম্মাানিত ফেরেশতা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর মহিমান্বিত আসমানী-গ্রন্থ আল-কুরআন। নিয়ে আবির্ভূত হন। এই গ্রন্থ সর্বপ্রথম নাযিল হয় পবিত্র রামাদান মাসে। মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাসে।
রামাদান, বছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আল-কুরআন যা পুরো মানবজাতির জন্য হিদায়াতের রশ্মি। এই রশ্মির ফলে আলোকিত হয়ে ওঠা পথ ধরে মানবজাতি পৌঁছাতে পারবে সাফল্যের চূড়ান্ত শিখরে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড
- রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই ডাউনলোড
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
- রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
এমন আলোকবর্তিকার আবির্ভাব, নাযিল যেই মাসে, সেই মাসটা সবচেয়ে সেরা মাস হিসেবে ভূষিত হবে- এটাই তো স্বাভাবিক। রামাদান হলো আত্মশুদ্ধির মাস। তাকওয়ার মাস। সবরের মাস। সর্বোপরি নিজেকে পরিশুদ্ধ করার মাস। এই মাসে একজন ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে একটা অন্য মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সালাত, যিকির, দুআ এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা চেষ্টা করে আল্লাহ প্রিয় হয়ে উঠতে।
এতদিনকার নিজের কৃত পাপ গুনাহের সাগর থেকে উঠে আসতে বান্দা এই মৌসুমকে বসন্ত মৌসুম হিসেবে ধরে নেয়া। এই মাস হলো রহমত, মাগফিরাত ও নাযাতের মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই মাসেই অভিশপ্ত শয়তানের পায়ে শিকল পরিয়ে তাকে বন্দী করে রাখা হয়।
এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে-রাত হাজার মাসের চেয়েও উত্তম। যে-রাতের ইবাদাত হাজার মাসের ইবাদাতের চেয়ে ও শ্রেষ্ঠ। এই রাত হলো কদরের রাত। যে-রাতে জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে প্রথম হেরা গুহায় মুহাম্মাদ সাঃএর কাছে আবির্ভূত হয়েছিলেন।
রামাদান মাস হলো বান্দার জন্য গুনাহ মাফ করিয়ে নেওয়ার সেরা সুযোগ। আল্লাহর অধিক প্রিয় হয়ে ওঠার সুবর্ণ সময়। তাই এই মাসের প্রতিটিা সময়, প্রতিটা সেকেন্ড , মিনিট এবং ঘন্টাকে খুব সতর্কতার সাথে, খুব যত্নের সাথে কাটানো উচিত। রামাদান মাসের ফযীলত নিয়ে বাংলাভাষায় বেশ বইপত্র আমরা দেখতে পাই। তব, খুব আন্তরিকতা এবং যত্নের সাথে, প্রিয় মানুষের মতোন করে রামাদানের হাকীকত, আমল এবং আবশ্যিকতাগুলো গুছিয়ে, বুঝিয়ে বলা আছে এমন বই পত্র একেবারে হাতেগোনা।
নিচে ভালোবাসার রামাদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | সিয়াম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 25.0MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | ড. আয়িয আল কারনী |
অনুবাদঃ |