ভেদে মারেফাত pdf বই ডাউনলোড। প্রাণপ্রিয় আশেকীন ও মোহেব্বীন! মনে চায় মৃত্যুদম পর্যন্ত উপদেশমূলক কিছু কথা লিখিয়া মোমেনদের থেকে খাছ দোআ নেই। থুক জিন্তা করিয়া দেখুন, দুনিয়া একটি স্বপ্ন মাত্র। স্বপ্নের স্বাদ গ্রহন করিতে গিয়া কেহ নিজ স্থায়ী বাড়ী বেহেশতকে নিলামে দিবেন না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতর ফরমাইয়াছেন-অর্থাৎ তোমাদেরকে আমি মাটি দিয়া সৃষ্টি করিয়াছি এবং মাটির গর্ভেই তোমাদেরকে ফিরাইয়া নিব ।
এবং পুনরায় মাটি হইতে হাশরের মাঠে উঠাইব। মাটির শরীর মাটিতে মিশিবে কিন্তু আপনার আমার উপায় কি? মৃত্যুর পরের রূহের জন্য দুইটি জায়গা আছে- ইল্লীন ও ছিজ্জীন। ইল্লীন বেহেশতের টকরা এবং ছিজ্জীন দোযখের টুকরা।
আরও দেখুনঃ ১১১ সূরা লাহাব আরবী ও বাংলা অর্থ সহ
জানিয়া রাখিবেন , দোযখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কেতাবে ১২৬ তরিকা বয়ান করিয়াছে। তন্মধ্যে চিশতিয়া ছাবেরিয়া তরিকা একবারে শর্টকাট এই তরিকার প্রথম ছবকখানা লিখিয়া এজাজত দিলাম। মাগরিবের ফরজ, সুন্নত পড়িয়া ৬ রাকাত আউয়াবিন পড়িবেন। যে কোন সূরা দিযা পড়েন ইচ্ছা। নফল বা সুন্নত উভয় রকম নিয়ত করা দুরস্ত আছে।
ইয়াদে খোদা মানি ভেতে মারেফাত আমরা সবাই বেশ কম জানি।
প্রথম দিন একবার আলহামদু তিনবার সূরা এখলাছ দিয়া দুই রাকাত শুকরানা নামাজ আয়াক কিরবেন। স্ত্রীগণ নামাজের কায়দায়, পুরুষগন আসন করিয়া বসিবেন। প্রথমে ৫ বার দরূদ শরীফ পাঠ করিয়া আস্তাগফিরুল্লাহ ১১ বার পড়িবেন। পরে ছোবহানাল্লাহ ১০ বার , আলহামদুলিল্লাহ ১০০ ও আল্লাহু আকবার ১০০ বার পড়িবেন।
আরও দেখুনঃ ইদাদ একটি ভুলে যাওয়া ফরয pdf বই
এই সময় খেয়াল রাখিবেন সামনের দিকে মাবুদ আমার দিকে চাহিয়া আছেন। পরে লা- ইলাহা ইল্লাল্লাহু ৫০০বার, সময় না পাইলে কমপক্ষে ২০০ বার পড়িবেন। অর্থ খেয়াল করিবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন।
আবার মোনাজাতের পূর্বে ৫ বার দরূদ শরীফ পড়িয়া মোনাজাত দিবেন। এই ছবক আদায় করিতে যদি মজা পান, তবে লেখকের কিতাব থেকে পরের ছবক নিবেন। পুরুষ জোরে, স্ত্রীগণ আস্তে জিকির করিবেন। লেখকের রচিত ২৮ খানা কিতাব পড়িবেন। শুধু আখেরাতের বয়ান, যে খরচই যাইবে তা আখেরাতের নেকের পাল্লায় উঠিবে।
আরও দেখুনঃ ১১৩. সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
নিচে ভেদে মারেফাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল এছহাক পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.57 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ মাওলানা সৈয়দ এছহাক রহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ