ভ্রান্তিবিলাস pdf বই ডাউনলোড। কবি বলেছিলেন, ভ্রমকে রুখতে দুয়ারটাকেই বন্ধ করে দিলে সত্যের আলোও ঢুকতে পারে না। সভ্যতার ইমারতে ইট গাঁথাঁর ব্যাপারটা একটা প্রতিযোগিতার মতো। কোন অংশ ফাঁকা পড়ে থাকলে তাতে কেউ না কেউ কাজ করবেই। এ কাজের সবটাই যে ইমারতের স্থায়িত্ব নিশ্চিত করে তা নয়।
কখনো তা একে ভঙ্গুর করে ফেলে। এই ভঙ্গুরতা রোধ করতে হলে কাজ ফেলে রাখা কোনো সমাধান নয়। বরং সেই ফাঁকা জায়গাগুলো দক্ষ রাজমিস্ত্রির ন্যায় নিজেদেরই পুর্ণ করতে হবে, যেন অদক্ষ কারিগর কাজের সুযোগ না পায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ষাঁড় নামা আরিফ আজাদ pdf বই ডাউনলোড
- আইনুদ্দীন আল আজাদ রহঃ pdf বই ডাউনলোড
- ইসলামের ইতিহাস ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মুসলমানদের ইতিহাস চর্চা pdf বই ডাউনলোড
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাহিত্য ও মননশীল লেখালেখির ধারাটায় নিয়ন্ত্রণ কখনোই ইসলামপন্থীরা নিতে পারেনি। সাথে মূলধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারও। এই নিয়মন্ত্রণটা নিয়েছে মূলত বামপন্থী ঘরানার সেক্যুালাররা। তারা আদর্শের প্রচার-প্রয়ার করেছে যেখানে যেভাবে পেরেছে। এতে বছরের পরিশ্রমে তারা সাধারণ মানুষের চিন্তা একটা ফ্রেইমওয়ার্ক গড়ে তুলতে পেরেছে যেখানে ধর্মামাত্রই অনানুষ্ঠানিকভাবে ব্রাত্য এই পরিস্থিতিটা আমরা মুসলিমরা হতে দিলাম।
ভ্রম ঢোকার আশঙ্কায় দুয়ারটাকেই রুদ্ধ করে দিয়ে আলো ঢোকার রাস্তাটাও বন্ধ করে দিলাম। ফলে অন্ধকারের অলিগলিত হাতড়ে বেড়াতে থাকল তরুণ প্রজন্ম। দিশা খুজঁতে চাইল না বেশিরভাগই, যারাও বা চাইল কেউ পেল কমিউনিজমের দেখা, কেউ-বা হারিয়ে গেল লিবারেল মডার্নিজমের চোরাবালিতে।
বামপন্থীরা যে শোষণমুক্ত পৃথিবীর স্বপ্ন বিশ্বাসীকে দেখিয়েছিল, তা তারা গড়তে চরমভাবে ব্যর্থ। তাদের ক্ষমতার ইতিহাস রক্তচোষার ইতিহাস, দুর্ভিক্ষপীড়িত জনগণের লাশের ওপর বেয়নেটের দম্ভের ইতিহাস, বিরোধীতা দমনে নৃশংসতার সীমা হারানোর ইতিহাস।
তবু শিক্ষিত তরুণ প্রজন্মের মাঝে ধর্মমুক্ত পৃথিবী কামনার যে বীজ তারা বপন করে যাচ্ছে, তাতে সারও পানি দিয়েছেন কয়েকজন প্রভাবশালী সাহিত্যিক। প্রয়াত ড. হুমায়ুন আজাদ এদের অন্যতম। ধর্মকে আদর্শিক প্রতিপক্ষ বানিয়ে যে মনস্তাত্ত্বিক লড়াই তারা শুরু করেছিল পঞ্চাশের দশকে, সে লড়াইয়ে অন্যতম সারথি তিনি। তাই দেখা যায় ধর্মবিরোধীদের সিংহভাগের কাছেই হুমায়ুন আজাদ এক পুজনীয় ফিগার।
নিচে ভ্রান্তিবিলাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 15.10 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | জাকারিয়া মাসুদ |
অনুবাদকঃ |