ভ্রান্ত তাবিজ কবজ pdf বই ডাউনলোড। ,হয়ত তুমি বলবে যে, আমি যাদুকরের নিকট গিয়েছি সেই এগুলোর উপর ঝাড়ফুঁক করেছে, কাবার রব্বের শপথ, এ কথাতো আরো জঘন্য প্রলয়ঙ্কারী, নিশ্চয়ই যে ব্যক্তি গণক বা জ্যোতিষের নিকট আসে তার চল্লিশ দিনের নামায গৃহীত হয়না ।
আর যে তাদের কথাকে বিশ্বাস করল সে মোহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) এর উপর যা নাযিল হয়েছে তার সাথে কুফরি করল ।( আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি এসব বিষয় থেকে ) তোমার চার পাশে আল্লাহর যত সৃষ্টি জগত রয়েছে সে সবের সাথে তোমার আদান প্রদান কি ভাবে হবে তা স্পষ্ট ভাবে আল্লাহর দ্বীন ইসলামে বর্ণিত হয়েছে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) যখন নুতন কোন কাজ শুরু করতেন তখন তিনি এর উপর আল্লাহর প্রশংসা করতেন এবং সে কাজের মধ্যে যে কল্যাণ রয়েছে বা যে কল্যাণের জন্য উহাকে তৈরী করা হয়েছে তা আল্লাহর নিকট কামনা করতেন এবং ঐ কাজের মধ্যে যে অকল্যাণ রয়েছে বা যে অকল্যানের জন্য তাকে তৈরি করা হয়েছে তা থেকে আল্লাহর নিকট আশয় পার্থনা
করতেন। আল্লাহর হুকুমে এ ভাবে চাওয়ার পর ঐকাজ থেকে কল্যাণ ব্যতীত অন্য কিছু তোমার কাছে আসবেনা । হে বন্ধু ! কোথায় তোমার সকাল সন্ধার যিকির বা দোয়াগুলো সেগুলোই তো আল্লাহর ইচ্ছায় আসল রক্ষা কবচ এবং হেফাজতের দূর্গ । তোমার হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতাদের মত যে সমস্ত সৈনিক তৈরী করে রেখেছেন তাদের থেকে তোমার অবস্থান কোথায় ?
لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ
يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ } অর্থাৎ : “ তার পক্ষ থেকে প্রহরী রয়েছে তার অগ্রে এবং পশ্চাতে আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে ”। (সূরা আর্ রা’য়াদ ১১) তুমি যত বেশী ইসলামের নিদর্শন সমূহের সংরক্ষণ করবে তত বেশী তুমি নিরাপদ থাকবে । তুমি যখন ফজরের নামায জামাত সহকারে আদায় কর তখন থেকে তুমি সন্ধা পর্যন্ত আল্লাহর দায়িত্বে ও তাঁর হেফাজতে থাকবে এরপরও কি তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী ? তুমি যখন তোমার ঘর থেকে বের হও তখন তুমি বলবে,
নিচে ভ্রান্ত তাবিজ কবজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মোঃ বিন সোলাইমান মোফাদ্ধা |
বইয়ের অনুবাদকঃ | মতিউল ইসলাম বিন আলী আহমাদ |