ভ্রান্ত হেযবুত তওহীদ pdf বই ডাউনলোড। আপনারা নিশ্চয় অবগত রয়েছে যে আমি গতকাল বিকেলে এবিষয়ে একটি সংক্ষিপ্ত পোস্ট করেছিলাম। আপনারা যারাই পোস্টগুলি পড়বেন তারা নিশ্চয় দ্বীনের খাতিরে আমাদের মুসলিম উম্মাহদের ঈমানকে রক্ষা করার জন্য প্রতিটি পোস্টের পর্বগুলি হয়তো কবি করবেন অথবা শেয়ার করে াপর মুসলিম ভাইবোনদের কে জানিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো!
সম্মানিত পাঠকবৃন্দ ও আমার আহবাবগন আপনারা নিশ্চয় অবগত রয়েছে কথিত এই ভ্রান্ত ফিরকাটি বাংলাদেশে তাদের সর্বপ্রথম জীব বপন করে ১৯৯৪ সালে। তারপর থেকে তারা বিভিন্ন ভাবে আমাদের মুসলমান সরল সহজ ভাই বোনদের কে ধর্মের অপব্যাক্ষা করে তাদের সাথে মিলিয়ে নিচ্ছে।
আরও দেখুনঃ Polygamy pdf বই ডাউনলোড
এবং আমাদের মুসলমানদের তারা সর্বত্র এখন ব্যবহার করছে। কথিত এই ফিরকাটির প্রধান আক্বিদ্বা হলো যে সারা বিশ্ব যত মুসলমান রয়েছে তাদের মধ্যে একমাত্র তারাই প্রকৃত এসলাম ইসলাম পালন করছে! আর বাদ বাকি সবাই ইসলাম থেকে বের হয়ে গিয়েছে।
এমনি মক্কা মদিনা ও আরব বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামাগন ও ইসলাম থেকে বের হয়েগিয়েছে। একমাত্র সারা বিশ্বে ১শত ৪০ কোঠি মুসলমাদের মধ্যে থেকে মাত্র ৪ লক্ষ মতান্তরে ৫ লক্ষ মুসলমান রয়েছে। বা বাকি কেউ মুসলমান নয়। আর এই ৫ লক্ষ মুসলমান হলো তারাই যারা হিযবুত তাওহীদের সদস্য। হিযবুত তাওহীদের সদস্য ছাড়া বিশ্বে আর কোন মুসলমান নেই। (নাউযুবিল্লাহ)।
আরও দেখুনঃ কি হবে বেচেঁ থেকে pdf বই ডাউনলোড
তারা তাদের ধর্মীয় রীতি নীতি সম্পূর্ণ ইসলাম থেকে বহির্ভুত। যেমন তারা যাকাত দেয়না। হজ্ব করেনা নামায পড়লে ও মসজিদে পড়েনা। এবং নামাজের জন্য তাদের বিশেষ নিয়ম কানুন কায়দা রয়েছে যা ইসলামের নামায থেকে সম্পূর্ণ আলাদা ও সাংঘর্ষিকপূর্ণ। তারা তাদের এহেন জগন্য ভ্রান্ত আক্বিদা ও ফিরকাটিকে বর্তমানে সারা দেশে শহরে এমনকি গ্রামে গঞ্জেও ছড়িয়ে দিয়েছে।
তারা তাদের দলের লোককেই একমাত্র মুসলিম ও ইসলামের সদস্য মনে করে। আর বাকি সমস্ত কে অমুসলিম ও ইসলামের বিকৃতকারী মনে করে। ভ্রান্ত এই ফিরকাটির বর্তমান। দায়িত্ব নিয়োজিত রয়েছে কথিত এমানুজ্জামান।
আরও দেখুনঃ নাভীর নিচের লোম কাটা pdf বই ডাউনলোড
নিচে ভ্রান্ত হেযবুত তওহীদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.13 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ বিন এমিন আল আশারী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ