মক্কা মদীনার বাইরে আলেম নেই pdf বই ডাউনলোড। সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে, মক্কা- মদীনার আলেমরাই হলেন প্রকৃত আলেম। তাদেঁর ন্যায় বিজ্ঞ আলেম মক্কা-মদীনা তথা সঊদী আরবের বাইরে নেই। এই ধারণা যথার্থ নয় এবং এটা কুরআন-হাদীছ বিরোধী। এই ধারণা বদ্ধমূল হওয়ার পিছনে রয়েছে একটি যঈফ হাদীছ যেটি ইদানিং অনলাইনের জগতে খুব বেশি প্রচার করা হচ্ছে।
নিম্নে এ বিষয়ে উপস্থাপিত দলীল পেশ করা হয় তা নিয়ে আলোচনা করা হল- আবূ হুরায়রাহ হতে বর্ণিত যে, অচিরেই মানুষ উটে চড়ে ভ্রমণ করবে। তারা ইলম অন্বেষণ করবে। সে সময় তারা মদীনার আলেমের চাইতে অধিক বিজ্ঞ আলেম কোথাও পাবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল বিদায়া ওয়ান নিহায়া ৯ম খন্ড পিডিএফ ডাউনলোড
- তাফসীরে তাওযীহুল কুরআন ২য় খন্ড pdf বই ডাউনলোড
- হযরত মুয়াবিয়া রাঃ pdf বই ডাউনলোড
- শিয়া আলেম ও মুসলিম আলেম বিরোধ pdf বই ডাউনলোড
আবূ ঈসা ইমাম তিরমিযীর উপনাম বলেছেন, এই হাদীছটি হাসান। আর এটি ইবনে উয়ায়নাহর বর্নিত হাদীছ। আর ইবনে উয়ায়নাহ হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, জিজ্ঞাসা করা হল কে মদীনার আলেম? তিনি বললেন, নিশ্চয়ই তিনি মালে বিন আনাস।
আর ইসহ্বাক বিন মূসা বলেছেন, আমি ইবনে উয়ায়নাকে বলতে শুনেছি, তিনি বলেন, তিনি হলেন আল-উমারী আব্দুল আযীয বিন আব্দুল্লাহ। যিদিন দুনিয়া বিমুখ। আবূ ঈসা হলেন আমি ইয়াহইয়া বিন মূসাকে বলতে শুনেছি। তিনি বলেন, আব্দুর রাযযাক বলেছেন, তিনি মালেক বিন আনাস। আর উমারী হলেন আব্দুল আযীয বিন আব্দুল্লাহ যিনি ওমর রাঃ- এর বংশোদ্ভূত।
পর্যালোচনা: এটি মাওকূফ বর্ণনা। এর সনদে তিনটি ত্রটি রয়েছে। (1) সুফিয়ান বিন উয়াযনাহর তাদলীস। (2) ইবনে জুরায়েজ তাদলীস করেছেন। (৩) আবুয যুবায়ের তাদলীস করেছেন। এখন আমরা দেখব অন্য কোন একটি বা একাধিক সনদের মধ্যে এই তিনজন রাবীর সামা বা হাদীছ শ্রবণের বিষয়টি পাওয়া যায় কি না? এর পূর্বে উক্ত তিন জন রাবী সম্পর্কে ইমামদের মতামতসমূহ আলোচনা করা হল।
সুফিয়ান বিন উয়ায়নাহ সম্পর্কে ইমামগণের অভিমত: ইবনে হাজার আসক্বালীন রহঃ, বুরহানুদ্দীন হালাবী রহঃ, ইবুনল ইরাক্বী রহঃ. ইমাম নাসাঈ রহঃ, জালালুদ্দীন সুয়ূত্বী রহঃ, তাকে মুদাল্লিস বারী হিসাবে আখ্যায়িত করেছেন। ইবেন জুরায়েজ সম্পর্কে ইমামগণের মতামত: ত্বাবাক্বাতুল মুদাল্লিসীন আত-তাবঈন, আল-মুদাল্লিসীন এবং ইমাম নাসাঈর যিকরুল মুদাল্লিসীন গ্রন্থে তাকে অত্যধিক তাদলীসকারী রাবী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আবু যুবায়ের রহঃ সম্পর্কে ইমামগণের মতামত: (১) ইবেন হাজার আসক্বালীন রহঃ তাকে প্রসিদ্ধ মুদাল্লিস রাবী বলেছেন। (২) আল-মুদাল্লিসীন গ্রন্থে, আত-তাবঈন গ্রন্থে তাকে মুদাল্লিস রাবী বলা হয়েছে। ইত্যাদি।
নিচে মক্কা মদীনার বাইরে আলেম নেই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ |
বইয়ের লেখকঃ | আহমাদুল্লাহ |
অনুবাদঃ |