মণিমালা pdf বই ডাউনলোড। মহান আল্লাহ বলেন, অর্থাত হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মরো না। আর তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেয়ো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর; তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি-সঞ্চার করেন।
ফলে তারঁ অনুগ্রহে তোমরা পরস্পর ভাই-ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুন্ডের প্রান্তে ছিলে, অনন্তর তিনিই তোমাদেরকে তা হতে উদ্ধার করেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী ব্যক্ত করেন। যাতে তোমরা সুপথপ্রাপ্ত হও।
আরও ইসলামিক বই দেখুন:
- জান্নাতের ছায়া পথ pdf বই ডাউনলোড
- আত্মশুদ্ধির পথ pdf বই ডাউনলোড
- জিহাদ জান্নাতের পথ pdf বই ডাউনলোড
- দ্বীনে ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য pdf বই ডাউনলোড
- ইসলাম একমাত্র পরিপূর্ণ দ্বীন pdf বই ডাউনলোড
তিনি আরো বলেন, অর্থাত আর এই পথই আমার সরল পথ। অতএব তোমরা এর অনুসরণ কর এবং অন্য পথসমূহের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তারঁ পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এ বিষয়ে তিনি তোমাদেরকে এররূপ আদেশ দিচ্ছেন, যাতে তোমরা সাবধান হও।
মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- দ্বীনে নবরচিত কর্ম থেকে সাবধান থেকো। কারণ, প্রত্যেক নবরচিত দ্বীনী কর্মই হল বিদআত। আর প্রত্যেক বিদআতই হল ভ্রষ্টতা। তোমরা আমার সুন্নাহ পথ ও আদর্শ এবং আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ অবলম্বন কর। তা দৃঢ়ভাবে ধারণ কর, দাঁতে কামড়ে ধরো। এবং তিনি আরো বলেন, আল্লাহ তোমাদের জন্য তিন কর্ম পছন্দ করেন; তার মধ্যে ১টি হল, ঐক্যবদ্ধ হয়ে তোমাদের আল্লাহর রশি দ্বীন ও কুরআন কে ধারণ করা।
হুযাইফাহ রাযিয়াল্লাহ আনহু বলেন, হে কারীর দল! তোমরা আল্লাহকে ভয় কর। তোমাদের পূর্ববর্তী সাহাবাদের পথ অবলম্বন কর। আল্লাহর কসম! তাতে যদি তোমরা সুপথে অবিচলিত থেকে অগ্রসর হতে পার তাহলে বড় দুর পথ অগ্রসর হয়ে থাকবে। আর যদি তোমরা সে পথ ছেড়ে ডাইনে-বামে সরে যাও, তাহলে ভ্রষ্ট হয়ে বহু দূরে সরে যাবে। এবং আরও অসংখ্য হাদীস আছে কুরআন ও সুন্নাহর আলোকে আমরা যদি আরও পড়তে চাই তাহলে বউটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে মণিমালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | ১.৭৮ MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | আবু আব্দুল্লাহ জামান বিন ফুরাইহান |
অনুবাদকঃ | শাইখ আব্দুল হামীদ ফাইযি |