মদিনা শরীফের ইতিকথা pdf বই ডাউনলোড। বর্ণিত আছে, হযরত নূহ (আ) এর যামানার মহাপ্লাবনের পর সর্বপ্রথম মদীনায় তাঁর বংশধর কায়েনাহ বিন মাহলাবীল বিন ওবাইল বসবাস শুরু করেন। তবে স্থায়ীভাবে যারা মদীনায় বাস করে, চাষাবাদ করে ও গাছ লাগায় তারা হচ্ছে আমালিক সম্পদায়ের লোক। তারা বনু এমলাক বিন আরখাসাফ বিন সানের উত্তরসূরী। তাদের মধ্যে বনু হাফ ও বনু মাতরইল বিশেষভাবে উল্লেখযোগ্য।
১। রাযীন ইবনুল মোনজের আশ্ -শারকী থেকে বর্ণনা করেছেন। ২ তিনি সুলাইমান বিন উবায়দুল্লাহ বিন হানজালাহ এবং অন্য এক কুরাইশীর বর্ণনা উল্লেখ করে বলেছেন : যখন হযরত মূসা (আ) হচ্ছে আসেন, তখন তাঁর সাথে বনি ইসরাইলের কিছু লোকও হজ্জে আসেন। মক্কা থেকে ফেরার পথে তাঁরা মদীনা উপস্থিত হন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তাঁরা মদীনায় তাওরাতে বর্ণিত ভবিষ্যত নবীর শহরের বৈশিষ্ট ও গুণাবলী দেখতে পান। তাঁদের একটি অংশ মদীনায় থেকে যায়। তারা বনি কাইনুকার বাজারের স্থানে বসতি স্থাপন করে। তাদের দেখাদেখি অন্যান্য লোকেরাও পরবর্তীতে মদীনায় বসবাস শুরু করে। তবে সর্বপ্রথম আমালিকা সম্প্রদায়ই মদীনায় বসতি স্থাপন করেন। এই মতটিই বেশী অগ্রাধিকারযোগ্য।
৩। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। বনি ইসরাইল বাদশাহ বখতে নসরের হাতে নির্যাতিত ও নিপীড়িত হওয়ার পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তারা ইঞ্জিলে মুহাম্মাদ (সা) নামক একজন নবীর ভবিষ্যদ্বাণী শুনেছিল যে, তিনি খেজুর বাগান বিশিষ্ট কোন এক আরব জনপদে আবির্ভূত হবেন। তাই তারা সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন আরব জনপদে উক্ত বৈশিষ্ট খুঁজে বেড়াতে গিয়ে ইয়াসূরিবে তার সন্ধান পায়।
হযরত হারুনের (আ) বংশের একটি অংশ মদীনায় অবতরণ করে এবং তাদের সাথে ছিল তাওরাত। তারা নিজেদের পরবর্তী বংশধরদেরকে হযরত মুহাম্মাদ (সা) আবির্ভূত হলে তাঁর উপর ঈমান আনার জন্য উৎসাহিত করে। ইহুদীদের সবাই শেষ নবীর আবির্ভাবের সৌভাগ্য অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে।
৪ কিন্তু পরবর্তীতে তারা রাসূলুল্লাহকে (সা) পেয়েও ঈমান না এনে কুফরী করে, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করে, রাসূলুল্লাহর (সা) বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের উদ্দেশ্য ছিল, ইসলামকে ধ্বংস করা। অথচ তারা চুক্তি ভঙ্গ না করে মুসলমানদের সাথে শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু নিজেদের কর্তৃত্ব খর্ব হওয়ার আশংকায় তারা ইসলাম ও রাসূলুল্লাহর (সা) বিরোধিতা করে।
নিচে মদিনা শরীফের ইতিকথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 6 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | এ এন এম সিরাজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |