মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। এর বৈশিষ্ট হচ্ছে মধ্যপন্থা, মিতাচার, সংযমশীলতা, সরলতা, সহজীকরণ ইত্যাদি। ইসলামে বাড়াবাড়ির কোন স্থান নেই। ইসলাম মুসলমানকে সকল কর্মকান্ডে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামীন ও মুসলিম জাতিকে মধ্যপন্থী জাতি হিসাবে অভিহিত করেছেন। মহান আল্লাহ বলেন, অর্থাৎ- অনুরূপভাবে আমরা তোমাদেরকে মধ্যবর্তী জাতি করেছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও (বাক্বারাহ ২/১৪৩)।
আক্বীদার ক্ষেত্রে মুসলিম জাতি বিশেষত আহলে সুন্নাত ওয়াল জামাআত মধ্যপন্থা অবলম্বনকারী। জাহমিয়ারা আল্লাহর গুণবাচক নাম অস্বীকার করে, আবার মুশাববিহারা আল্লাহর ঐসব নামের সাথে সাদৃশ্য দাড় করায়। মুতাযিলারা আল্লাহকে কর্মের স্রষ্টা স্বীকার করে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম মধ্যপন্থা pdf বই ডাউনলোড
- অমুসলিম মনীষীদের চোখে প্রিয় নবী pdf বই ডাউনলোড
- আল ইরশাদ ছহীত আক্বীদার দিশারী pdf বই ডাউনলোড
- আল্লাহর পথে যাত্রা pdf বই ডাউনলোড
কাদারিয়ারা আবার আল্লাহকে কর্মের স্রষ্টা বানিয়ে মানুষকে তেমনি পরকালীন শাস্তির ক্ষেত্রে মুরজিয়া ও কাদারিয়ারা পরস্পর বিরোধী অবস্থানে অটল। একদিকে কাদারিয়ারা বান্দার কর্মের উপর নির্ভর করে তাকদীরকে অস্বীকার করে। অন্যদেক জাবারিয়ারা তাকদীরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। ফলে তাদের কাছে কর্ম গুরুত্বপূর্ণ।
অনুরূপভাবে ঈমানের ব্যাপারে খারেজী ও মুতাযিলা এবং মুরজিয়া ও জাহমিয়অরা বাড়াবাড়ি করে থাকে। রাফেযী ও খারেজীরা ছাহাবায়ে কেরামের ব্যাপারে ভ্রান্ত আক্বীদা পোষণ করে। এসবই বাড়াবাড়ি। আক্বীদার ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং এ ক্ষেত্রে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত আক্বীদা পোষণ করতে হবে ।
আক্বীদার ক্ষেত্রে এসব বাড়াবাড়ি সম্পর্কে দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি হাদীছ এখানে উপস্থা করা হলো- আ বু সাঈদ খুদরী রাঃ বলেন, রাসূলুল্লাহ ছাঃ সম্পদ বণ্টন করছিলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনু যিল খুওয়াইছিরা এসে বলল, হে আল্লাহর রাসূল! ন্যায়বিচার করুক। তবে তিনি বললেন, তোমার ধ্বংস হোক, আমি ইনছাফ না করলে, কে ইনছাফ করবে? ।
তখন ওমর রাঃ বললেন হে আল্লাহর রাসূল! আমাকে অনুমতি দিন আমি তার গর্দান উড়িয়ে দিই। তিনি বললেন, তাকে ছেড়ে দাও। কেননা তার অনেক সাথী আছে, যাদের ছালাতের তুলনায় তোমাদের ছালাতকে এবং তাদের ছিয়ামের তুলনায় তোমাদের ছিয়ামকে তুচ্ছ মনে করবে। তারা দ্বীন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর ধনুক থেকে সরে বের হয়ে যায়। তার কপালেল সামনের দিকে এবং তার হাটর দিকে তাকানো হলো সেখানে কোন চিহৃ পাওয়া গেল না। জ্ঞান ও রক্ত অগ্রগামী হয়ে গেছে।
নিচে মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | ডা. মোহাম্মাদ কাবীরুল ইসলাম |
অনুবাদঃ |