মনের মত সালাত pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সালাতের মাধ্যমে আমাদের মতো নগণ্য বান্দাদের তাঁর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক সেই শ্রেষ্ঠ নবীর প্রতি যাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে রহমতস্বরূপ। যিনি নিজে সালাত প্রতিষ্ঠা করেছেন, তাঁর প্রিয় সাহাবীদের সালাত শিক্ষা দিয়েছেন।
সালাত গুনাহ মাফের এক আশ্চর্য প্যাকেজ! কীভাবে? সেটাই আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব।
মসজিদে যাবার গুরুত্ব মসজিদে যাবার গুরুত্ব বোঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় মসজিদে আসা-যাওয়া করে, প্রত্যেকবার আসা- যাওয়ার সময়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি করে আবাস প্রস্তুত করে দেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
”[১] আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কোনো ব্যক্তি উত্তমরূপে ওযু করে কেবল সালাত আদায়ের জন্য মসজিদে রওনা হলে, মসজিদে পৌঁছা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা একধাপ বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ মাফ করেন।”মে
সালাতের জন্য অপেক্ষার গুরুত্ব
মসজিদে সালাতের জন্য অপেক্ষার গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেছেন, “বান্দা যে সময়টা মসজিদে সালাতের অপেক্ষায় থাকে, তার পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয়, যতক্ষণ পর্যন্ত না তার শব্দ করে বায়ু বের হয়।
আযানের উত্তর দেয়ার গুরুত্ব-আযানের উত্তর দেয়ার গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা আযান শুনতে পাও, মুয়াজ্জিন যা বলবে, জবাবে হুবহু তাই বলবে। আযানের জবাব দেয়ার কারণে তোমরা জান্নাতে যাবে।”[৪]
ওযুর গুরুত্ব
ওযুর গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই; তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন; আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।’
তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।” আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের গুরুত্ব আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আযান ও ইকামতের মাঝের সময়ের দুআ প্রত্যাখ্যাত হয় না।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল, (ঐ সময়ে)। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মনের মত সালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সন্দীপন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10 MB |
প্রকাশ সাল | 2021 সাল |
বইয়ের লেখকঃ | ড খালিদ আবু শাদী |
বইয়ের অনুবাদকঃ | আহমাদ ইউসুফ শরীফ |