মনের শক্তি pdf বই ডাউনলোড। প্রথমেই বলে নিচ্ছি এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই, আপনি যা ভাববেন, আপনার জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্ম-দাসত্ব নয়। নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলার আপনাকে যা দেবেন, আপনি তাই পাবেন। বেশিও নয়, কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী?
এর অর্থ হচ্ছে আপনি যেমন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে তেমন দান করবেন! অর্থাৎ- নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর ওপর ভরসা করা জরুরি! ভালো-মন্দ ফলাফল আল্লাহ তাআলারই নির্ধারণ। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক আল্লাহ তাআলা। এই কথা যত দ্রুত মন থেকে মেনে নেবেন ততই আপনার জন্য ভালো । এবার চলুন, নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কথায় আসি। গল্প বলতে কী বোঝানো হচ্ছে?।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ pdf বই ডাউনলোড
- মনের উপনিবেশ মনের মুক্তি pdf বই ডাউনলোড
- বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা pdf বই ডাউনলোড
- নেতৃত্বের মোহ pdf বই ডাউনলোড
আপনি এখন বর্তমানে আছেন। গল্প অতীতের হয় এবং ভবিষ্যতেরও হয়। গল্পের বর্তমান থাকে কাজ অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ গোছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটি গল্প তৈরি করছেন।
আপনাকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। যেমন- এই বইটি আপনি সম্পূর্ণরূপে পড়ে শেষ করতে পারেন অথবা না পড়ে রেখে দিতে পারেন। পড়লে আপনার জীবনের একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাআল্লাহ, আর রেখে দিলে হয়তো আপনার অতীতের গল্পই রয়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো-মন্দ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন। সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন, আপনি চাইলে এখন আপনার ডান হাত ওপরে উঠাতে পারেন আবার নিচে নামাতে পারেন। অর্থাৎ এইটুকু করার সাধ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করা হয়েছে।
এখণ, আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠার নিয়্যত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইটে হেটেঁ আসেন, তাহলে এটি হবে আপনার জন্য নতুন একটি গল্প। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন এবং আপনার মনের শক্তি আরও প্রখর হবে।
নিচে মনের শক্তি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আত্মউন্নয়নমূলক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 109 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাবিত রায়হান |
অনুবাদঃ |