মরণজয়ী মহীয়সী pdf বই ডাউনলোড। পৃথিবীকে সাজাতে মহান আল্লাহ বিচিত্রময় অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আর মানুষ হলো সে-সবের সেরা সৃষ্টি। মহান আল্লাহ পাক একজন মানুষ ও একজন নারীর মাধ্যমে পৃথিবীতে মানবসমাজ প্রতিষ্ঠিত করেছেন। নারীদের বাদ দিয়ে দুনিয়া বিনির্মাণের কথা চিন্তা করা যায় না।
ধন্য সেই আদমসন্তান, যিনি দুনিয়ায় আবির্ভুত হয়ে শ্রেষ্ঠত্বের খেতাবে ভূষিত হয়েছেন। সর্বোচ্চ সম্মানে সমাসীন হয়েছেন ইহকালে ও পরকালে। পুরুষ সাহাবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছিলেন হযরত আবূ বকর সিদ্দীক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গণী ও হযরত আলী রাযিয়াল্লাহু আনহুম, একইভাবে নারীদের মাঝেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছিলেন হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত আসমা, হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আনহুন্নার মতো পুণ্যাত্মা সাহাবীয়াগণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মরণজয়ী মুজাহিদ pdf বই ডাউনলোড
- মরণজয়ী সাহাবা pdf বই ডাউনলোড
- অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- প্রচলিত ভুল pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
শাহাদাতের পেয়ালা প্রিয়াসী যেমন ছিলেন হামযা খুবাইব রাযি, তদ্রুপ ছিলেন সুমাইয়া, যায়নব, উম্মে রুম্মান রাযি। পার্থিব স্বার্থ বিলিয়ে দীনের মশাল প্রজ্বলিত করতে যেমন ভুমিকা গ্রহণ করেছিলেন আবূ বকর, ওসমান,আবদুর রহমান বিন আউফ রাযি., অনুরূপ অংশ-গ্রহণ করেছেন হযরত খাদিজা, উম্মে আনাস রাযি. প্রমুখ।
সে কারণে দীনের পরিমন্ডলে পুরুষ-নারী উভয়ের ভূমিকা সমভাবে গ্রহণযোগ্য, প্রশংসনীয় এবং আল্লাহর দরবারে বিনিময়োপযুক্ত। বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলাম নারীকেই একধাপ এগিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে তাকে কাজে অংশগ্রহণ ছাড়াই কর্মসম্পাদনকারী পুরুষের সমান প্রতিদান প্রদান করেছে।
প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী যুদ্ধের জন্য তার স্বামীকে পাঠিয়ে দেয় এবং নিজের সতীত্ব সংরক্ষণ করে, ঘরের যাবতীয় মালামালের রক্ষণাবেক্ষণে অবতীর্ণ হয়, সে নারী পুরুষের পাচঁশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সত্তর হাজার ফেরেশতা তাকে অভ্যর্থনা জানিয়ে হুরদের নেত্রী ঘোষণা দেবে। তারপর সে বেহেশতের পবিত্র পানিতে গোসল করে নতুন সাজে সজ্জিত হয়ে ইয়াকুতের ঘোড়ায় চড়ে প্রিয় স্বামীর অপেক্ষায় কালক্ষেপণ করবে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন আশা করি উপকৃত হবেন।
নিচে মরণজয়ী মহীয়সী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা শহীদুল ইসলাম মাজাহেরী |
অনুবাদকঃ |