মরণজয়ী মুজাহিদ pdf বই ডাউনলোড। সবুজ-শ্যামলে ঢাকা ছোট্ট একটি পাহাড়। তার ঠিক পিছনে দাড়িঁয়ে আছে ঘন গাছ-গাছালীর সবুজ চাদর ঢাকা আকাশচুম্বি পর্বতমালা। এর এক প্রান্তে জীর্ণ-শীর্ণ একটি বস্তি। বস্তির উত্তর পার্শ্ব দিয়ে পাহাড়ী ঝর্ণা কুল কুল রবে বয়ে চলেছে অবিরাম। ছোট্ট পাহাড়টির সম্মুখ ভাগে বিশাল স্থান জুড়ে গাছ-গাছালিতে ভরা জঙ্গল।
তার পার্শ্বেই বিরাট চারণভুমি। দূর থেকে দেখলে ছোট্ট পাহাড়টিকে অন্যান্য পাহাড় থেকে আলাদা মনে হয় না। পাহাড়ে মাঝে স্থানে স্থানে বিচ্ছিন্ন উর্বর যমীন। এতে বস্তিবাসীরা ফল-মূলসহ মৌসুমী ফসল আবাদ করে। পাহাড়টির পিছনের অংশে ফেলা হয়েছে বহু তাবু এবং মাটি খুড়েঁ তৈরী করা হয়েছে বহু পরিক্ষা ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খুশু খুজু pdf বই ডাউনলোড
- মরণজয়ী সাহাবা pdf বই ডাউনলোড
- খুশু খুজু pdf বই ডাউনলোড
- অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড
- তাওহীদ ও শিরক pdf বই ডাউনলোড
এ পাশে ঘন ঝোপ-ঝাড়ের আড়ালে স্থাপন করা হয়েছে একটি বিমা-ধ্বংসী কামান। আফগানীদের ভাষায় এটিকে দাসাক্কা বলা হয়। এটি পরিচালনার দায়িত্ব টগবগে যৌবনদীপ্ত এক যুবকের ওপর ন্যস্ত। তার নাম আলী খান। বয়স তের কি চৌদ্দ বছরের বেশী নয়। বয়স কম হলেও শরীরের একহারা গড়ন ও বাধঁন দেখে তাকে একজন শক্তিশালী বাহাদুর মুজাহিদের মতই মনে হয়। এই তো এক মাস পূর্বেও সে দুশমনের একটি বিমান ভূপাতিত করেছে। আলী দাসাক্কা ছাড়া রকেট লাঞ্চারও চালাতে বেশ দক্ষ।
আজ থেকে কয়েক বছর আগের কথা। তখন তার প্রিয় মাতৃভূমি ছিলো স্বাধীন। আব্বা-আম্মা ও আদরের ছোট ভাই-বোন সায়মা সহ সুখ-স্বাচ্ছন্দে ভরপুর ছিলো তাদের ছোট সংসার। তাদের সুন্দর সাজানো বাড়ীটির সামনে ছিল বিরাট এক ময়দান। লম্বা লম্বা চেলগুজা বৃক্ষবেষ্টিত চতুরটির দুপাশে ছিল সারি সারি আগুর ও আনার গাছ। গ্রামের অদূরে পাহাড়ের পাদদেশে তাদের চারণভুমি। এর নিকট থেকে প্রবাবিহত ছিলো একটি পাহাড়ী র্ঝণাধারা।
চারণভূমির কিছু অংশে ছিলো আনার ও শাহতুতের গাছ। বাকী অংশে আলীর আব্বা গম,ভুট্টা ইত্যাদির চাষ করতেন। প্রবাবিহত ঝর্নাটির স্বচ্ছ-সুন্দর পানি ওই বাগানে তার আব্বা সেচ করতেন । আলী তখন স্কুলে পড়ে। স্কুল থেকে ফিরে প্রায়ই আবাদী জমিতে পিতার সাথে কাজ করত। গরমের মৌসুমে সে শাহতুত বৃক্ষের শীতল ছায়ায় বসে স্কুলের ছবক ইয়াদ করত মনের আনন্দে।
কোন বন্দু আসলে গাছ থেকে আনার ও শাহতুত পেড়ে স্বহাস্য বদনে তার হাতে তুলে দিত। সে এর চেয়েও আনন্দ পেত গরমের মৌসুমে পাহাড়ের নালাগুলো পানিতে ভরে গেলে তাতে নেমে বন্ধুরকে নিয়ে খেলায় মত্ত হওয়ায় । সায়মা পরিবারের সবার ছোট। তাই সে ছিলো সকলের নিকট সবচেয়ে বেশী প্রিয়। তার নানা রকম দুষ্টুমি সকলে উপভোগ করত।
নিচে মরণজয়ী মুজাহিদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিহাদ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 23.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মল্লিক আহমাদ সরওয়ার |
অনুবাদঃ | শহিদুল ইসলাম-গং |