মরণজয়ী সাহাবা pdf বই ডাউনলোড । আদীয়ঃ আদীয় শিরস্ত্রাণ মানে সেসব শিরস্ত্রাণ, যার আবিষ্কারক আদ গোত্রের লোকেরা।
আযাযীরঃ রোমান ভাষায় মৃত্যুর ফেরেশতা আযরাঈলের নাম।
আজনাদীনঃ ফিলিস্তিনের পার্শ্ববর্তী সিরিয়ার একটি প্রসিদ্ধ জায়গা।
আরাকাঃ তাদাম্মুরের নিকটবর্তী একটি ছোট্ট শহর, যাতে খেজুর উৎপন্ন হয়।
আমীরিইয়াঃ বর্তমান ইরাকের একটি এলাকার নাম।
আন্তাকিয়াঃ সিরিয়ার হালব থেকে দুরবর্তী একটি সমৃদ্ধ শহর। ঘন পল্লী, প্রচুর ফুলের বাগান ও পানির উৎস সম্বলিত এ পরিচ্ছন্ন শহরটিতে গম ও যবের চাষ হয়। এক বর্ণনামতে সম্রাট আলেকজান্ডার পরবর্তী তৃতীয় শাসক আন্তিখস শহরটি তৈরী করেন। তখন থেকে শহরটি রোম সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়।
ঈলিয়াঃ বায়তুল মুকাদ্দস শহরের প্রাচীন নাম। একে বর্তমানে আরবরা আল কুদস এবং ইহুদীরা উরসিলেম (জেরুজালেম) বলে অভিহিত করে।
উকিয়াঃ মিশরের পরিমাপ যন্ত্রের বার অংশের এক অংশ। বার দিরহামকেও উকিয়া বলা হয়।
কাইসারিয়াঃ সিরিয়া সাগরের উপকূলে অবস্থিত একটি শহর। এটি ফিলিস্তিনের অন্তর্ভূক্ত। পূর্বে এটি প্রসিদ্ধ ও সমৃদ্ধ শহর সমূহের অন্তর্ভূক্ত ছিল। বর্তমানে আগের মত নেই।
কুব্বাঃ কুব্বা হচ্ছে এক ধরণের মূল্যবান ও গোলাকার তাঁবু, যা বড় বড় যোদ্ধা ও সেনাপতিরাই ব্যবহার করে।
ওয়াসকঃ আট সা’ ধারণকারী একটি পরিমাপ পাত্র। সা’ হচ্ছে পৌণে ছয় রিতিল। প্রাচীন যুগের রৌপ্য মুদ্রা ১৪৪ দিরহামে এক রিতিল। যে কোন উট, ঠেলা গাড়ী ও নৌকার বহন যোগ্য বস্তুকেও ওয়াসক বলা হয়।
ক্রুশঃ খ্রীষ্টানদের ভ্রান্ত বিশ্বাসমতে সে কাঠ, যার উপর ঈসা আঃ কে শুলিতে চড়ানো হয়েছে।
মা’মুদিয়ার পানিঃ ঐ পানি যাতে ইঞ্জিলের কয়েকটি অংশ পড়ে পাদ্রীরা খ্রীষ্টান নবজাতকে ডুবিয়ে তুলে।
জাবিয়াঃ দামেষ্কের অন্তর্ভূক্ত একটি গ্রাম, যা হাওরানের উত্তর দিকে ও মারজ আল সুফফারের নিকটে অবস্থিত।
সুখনাঃ সিরিয়ার মরু অঞ্চলের একটি গ্রাম। যা তাদাম্মুর ও উরদের মাঝখানে অবস্থিত। এতে আরবদের একটি গোষ্ঠী বসবাস করে।
মরণজয়ী সাহাবা দের জীবনী জানতে আরও বই দেখুনঃ
- হায়াতুস সাহাবা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৫ম খন্ড pdf বই ডাউনলোড
হিমসঃ দামেষ্ক ও হালবের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন প্রসিদ্ধ বিশাল ও সীমান্তঘেরা শহর। এর সম্মুখ ভাগে একটি উঁচু টিলার উপর বিশাল একটি দূর্গ রয়েছে।
বা’লাবাকঃ দামেষ্ক থেকে তিন দিনের দূরত্বে অবস্থিত একটি প্রাচীন শহর, যেখানে অনেক বিস্ময়কর স্থাপনা ও বড় বড় নিদর্শন রয়েছে। এ ধরণের শহর পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নেই।
হাউরানঃ দামেষ্কের অন্তর্ভূক্ত একটি এলাকা যেখানে অনেক গ্রাম ও ক্ষেত রয়েছে।
রোমঃ রোম বা রোমান একটি জাতির নাম। যারা সাধারণত খৃষ্ট ধর্মের অনুসারী। পূর্ব পুরুষ রোম বিন আইমের সাথে সম্পৃক্ত করে তাদেরকে রোম বলা হয়। রোম নামে কুরআনের একটি সূরাও রয়েছে। রোম শব্দটি আরবীতে রোমী এর বহুবচন। এ রোমদের রাজ্য সীমান উত্তর ও পূর্ব দিকে তুরস্ক ও রাশিয়া, দক্ষিণের মিসর, সিরিয়া ও ফিলিস্তিন ও পশ্চিমে স্পেন পর্যন্ত ব্যাপ্ত ছিল। এদের রাজধানী ছিল আন্তাকিয়া। বর্তমানে ইতালির রাজধানীকে রোম বলা হয়।
তাদাম্মুরঃ সিরিয়ার মরু এলাকায় অবস্থিত একটি প্রসিদ্ধ প্রাচীন শহর। হালব ও এর মাঝে পাঁচ দিনের দুরত্ব বিদ্যমান।
বালক্বাঃ বর্তমানে জর্ডানের রাজধানী আম্মানের একটি শহর।
হামাতঃ হিমসের নিকটবর্তী একটি বিশাল ও সমৃদ্ধ শহর। এর চতুষ্পার্শ্ব প্রাচীর বেষ্টিত। এটার এক কোণে একটি বিশাল ও বিস্ময়কর দূর্গ রয়েছে।
সামাওয়াতঃ কুফা ও শামের মাঝখানে অবস্থিত একটি এলাকা। এটি বর্তমানে ইরাকে পড়েছে।
নওয়াঃ হাওরানের অন্তর্ভূক্ত একটি শহর। এটা আইয়ূব আঃ এর আবাস ভূমি। কথিত আছে যে, এখানে সাম বিন নূহ আঃ এর কবর বিদ্যমান।
দারবঃ তারসূস ও রোম শহরের মাঝখানে অবস্থিত একটি এলাকা।
মারজঃ অধিক উদ্ভিদ সম্পন্ন বিশাল ভূমি, যেখানে পশুরা ঘাস খাওয়ার জন্য আসা যাওয়া করে। মারজ রাহেত ও মারজ আল সুফফার উভয়টা দামেষ্ক এ অবস্থিত।
নিচে মরণজয়ী সাহাবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মীর পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আল্লামা ওয়াকেদী রহঃ |
অনুবাদঃ | আবুল হুসাইন আলে গাজী |