মরণ রহস্য pdf বই ডাউনলোড। তোমরা মরিতে ভয় পাও কেন? মরণের কথা মনে হইলে, তোমরাদের মনে আতঙ্ক উপস্থিত হয় কেন? মৃত্যুর বিভাষিকায় তোমরা মরণের পূর্বে মরিয়া যাও কেন? আর তোমরা ত মরিয়াই আছ, তবে আবার বাচিঁবার সাধ কেন?আর অনেক ইত্যাদি প্রশ্ন আছে এই মৃত্যু নিয়ে ।
যৌবন ও বাদ্ধক্যের সন্ধিস্থলে উপস্থিত হইলে, মনুষ্যমাত্রেরই মনে মরণের কথা উদিত হইয়া থাকে। আমাদেরও সেই সন্ধিস্থল নিকট হইয়অ আসিতেছে। কাজেই মরণের কথা যে মধ্যে মধ্যে আমাদের মনে উদিত হইবে, ইহা আশ্চর্যর বিষয় নহে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মরন একদিন আসবেই pdf বই ডাউনলোড
- মরণের পরে কি হবে pdf বই ডাউনলোড
- মানব দেহের অলৌকিক রহস্য pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
প্রকৃত কথা, তাহাতেই মধ্যে মধ্যে চিত্ত আন্দোলিত হইতেছে, বলিয়াই আমরা মরণ-রহস্যর আলোচনার প্রবৃত্ত হইয়াছি। আমাদের পুরুষ-পুরুষানুক্রমিক সংস্কার ও শাস্ত্রবাক্যনুসারে আমরা তাহার সম্বন্ধে যাহা কিছু জানিতে পারিয়াছি, এই ক্ষুদ্র পুস্তকে তাহাই দেখাইতে চেষ্টা করিয়াছি। দার্শনিক যুক্তি বা তর্কের দ্বারা আমরা মরণ-রহস্যকে জটিল করিয়া তুলিতে চেষ্টা করি নাই।
সহজ কথায় কেবল সিদ্ধান্তগুলি দেখাইবার জন্য যে পরিমাণ যুক্তির প্রয়োজন, তাহাই অবলম্বন করিয়াছি। মরণ-রহস্য সম্বন্ধে নানাদেশের দার্শনিক পন্ডিতেরা নানাভঅবে আলোচনা করিয়া-ছেন। আমরা কিন্তু আমাদের দেশের সংস্কার ও শাস্ত্রের নির্দ্দেশানুসারেই আপনাদিগকে চালিত করিয়াছি। তাই এই ক্ষুদ্র পুস্তক হইতে সকলে তাহারই একটি ক্ষীণ প্রতিধ্বনি শুনিতে পাইবেন।
আমরা আজ কাল মরণের ভয়ে কিছু অধিক পরিমাণে অভিভূত হইয়া পড়িয়াছি। অনেক সময়ে আপনাদের কর্ত্তব্য পালন করিয়া উঠিতে পারিতেছি না। এই পুস্তকে মরণভয়কে উপেক্ষা করিয়া কর্ত্তব্য পালনের জন্য সকলকেই অনুরোধ করা হইয়াছে। যদিও পনিণতবয়স্ক ব্যক্তিগণেরই ইহা পাঠ করিতে ঔৎসুক্য জন্মিবে, তথাপি যাহাতে সকলেই ইহা পড়িতে পাবেন সেইরূপ সহজ ভাবেই লিখিবার চেষ্টা করা হইয়াছে। কেবল যে পরিণত বয়স্কগণেরই মনে মরণের ভয় উদিত হয়, এমন নহে।
মরণ কোন সময়ে না কোন সময়ে সকলকেই ভয় দেখাইয়া থাকে; সুতরাং সকলেই ইহা পাঠ করিয়া, যাহাতে মরণের ভয় উপেক্ষা করিতে পারেন, তাহারই জন্য বিশিষ্টরূপ চেষ্টা করিয়াছি। আমরা সকলকেই ইহা একবার পাঠ করিতে অনুরোধ করি। কিন্তু আমাদের অনুরোধ রক্ষিত হইবে কি না, বলিতে পারি না। কারণ, আজকাল আমাদের দেশে যেরূপ নানা ভাবের স্রোত বহিতেছে, তাহাতে আমাদের অনুরোধ যে ভাসিয়া যাইবে, ইহাই মনে হইতাছে। যদি বাস্তবিক তাহাই হয়, তাহা হইলে, ভর্ত্তৃহরির সেই অমর বাক্য স্মরণ করিয়া ক্ষান্ত রহিব।
নিচে মরণ রহস্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইন্টারন্যাশনাল পাবলিশিং কোম্পানী |
বইয়ের ধরণঃ | মৃত্যু বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.40 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শ্রীনিখিল নাথ রায় |
অনুবাদঃ |